শক্তিনগর জেলা হাসপাতালের পাশাপাশি তেহট্ট মহকুমা হাসপাতালেও চালু হতে চলেছে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট)। শক্তিনগর হাসপাতালে চিকিৎসকদের জন্য দিল্লির ডিপ্লোমেট অফ ন্যাশানাল বোর্ডের অধীনে এম ডি এর সমতুল্য একটি কোর্স চালু হতে চলেছে। বুধবার ওই দুটি হাসপাতাল পরিদর্শনে এসে এমন কথাই জানালেন মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান সুব্রত মৈত্র। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ওঙ্কার সিংহ মিনা-সহ বিভিন্ন আধিকারিকরা। সুব্রত বাবু বলেন, “কৃষ্ণনগর জেলা হাসপাতাল সহ রাজ্যের ছ’টি হাসপাতালে ডিএনবি কোর্স চালুর পরিকল্পনা করা হয়েছে। ৩১ তারিখের মধ্যে পরিকাঠামো তৈরি করে অনুমোদনের জন্য কেন্দ্র সরকারের ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ডে আবেদন করতে হবে।” তিনি আরও জানান, হাসপাতালে সার্জারি, গাইনোকোলজি, শিশু, অ্যানাস্থেটিস্ট ও মেডিসিন বিভাগে এই কোর্স চালু করা হবে। প্রতি বছর গাইনোকোলজি বিভাগে দু’ জন আর বাকি চারটি বিভাগে এক জন করে চিকিৎসক ভর্তি হতে পারবেন। এছাড়া জেলা হাসপাতালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে একটি ১২ শয্যার সিসিইউ তৈরি করা হবে।
|
রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় (আরএসবিওয়াই) নতুন করে নাম নথিভুক্তকরণ শুরু হতে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই কাজ শুরু হওয়ার কথা। এ নিয়ে এক কর্মশালায় বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার পুরপ্রধান, বিমা কোম্পানির আধিকারিকদের ডাকা হয়। সোমবার ওই কর্মশালায় ছিলেন আরএসবিওয়াই প্রকল্পে রাজ্যের নোডাল অফিসার ওঙ্কার সিংহ মিনা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরে নতুন কার্ড দেওয়া হবে। তা দেখিয়ে ২০১৪ সালের এপ্রিল থেকে প্রকল্পের সুবিধে পাওয়া যাবে। আগে প্রায় ৭ লক্ষ ৪৪ হাজার পরিবার এই প্রকল্পের আওতায় এসেছিল। এ বার ৮ লক্ষ ১৩ হাজার পরিবারকে প্রকল্পের আওতায় আসবে।
|
হৃদ্যন্ত্র প্রতিস্থাপনের পরেও দীর্ঘ তিরিশ বছর সুস্থ জীবনযাপন করে রেকর্ড গড়লেন লন্ডনের জন ম্যাকক্যাফারটি। ১৯৮২ সালে যখন তাঁর অস্ত্রোপচার হয় তখন চিকিৎসকেরা বলেন, তাঁর বাঁচার সম্ভাবনা কম। হয়তো বছর পাঁচেক বাঁচবেন জন। সেই আশঙ্কা মিথ্যে প্রমাণ করে জন এখন বাহাত্তরের কোটায়। কৃত্রিম হৃদ্যন্ত্রে এত দিন বেঁচে ‘গিনেস বুক অব রেকর্ড’-এ নাম উঠল তাঁর। |