কী প্রয়োজন? হাওড়া জেলার আমতা ১ পঞ্চায়েত সমিতির ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েতে ১৩টি সংসদে পিএইচই-র মাধ্যমে পানীয় জলের বিশেষ প্রয়োজন।
কেন? গ্রীষ্মের প্রখর দহনে ৬০০ ফুট গভীর পানীয় জলের কলগুলি অকেজো হয়ে পড়ে। গ্রামবাসীদের জল সংগ্রহে দূর-দূরান্তে যেতে হয়। কলের মিস্ত্রি পাওয়াও কঠিন হয়ে পড়ে।
প্রস্তাব: এই সমস্যা সমাধানের জন্য হাওড়া জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অমল চট্টোপাধ্যায়, আমতা।
|
কী প্রয়োজন? শ্রীরামপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত (ভায়া সালকিয়া) এল-৩১ নম্বরের সরকারি বাস পুনরায় চালু হোক।
কেন? এই রুটে আর কোনও সরকারি বাস নেই। ৫৪/২ নম্বরের রুটের যে বাস চলে, তা সংখ্যায় অপ্রতুল। নানা কারণে যাত্রীরা সরকারি বাস বেশি পছন্দ করেন।
প্রস্তাব: পরিবহণ দফতর এ ব্যাপারে নতুন করে উদ্যোগী হলে বহু মানুষ উপকৃত হবেন।
অরূপরতন আইচ, কোন্নগর। |