পাচার নিয়ে সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
নারী ও শিশুপাচার, বাল্যবিবাহ নিয়ে সচেতনতা বাড়াতে ফুটবলকে হাতিয়ার করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার ওই সংস্থার পক্ষ থেকে রামনগর ডিএন ক্লাব মাঠে এলাকার দুটি ফুটবল দল নিয়ে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ দিনের খেলায় কাতলামারী তরুণ সংঘ ২-০ গোলে হারায় আর এন ক্লাবকে। এছাড়াও মঙ্গলবার মহকুমার ইসলামপুর, ডোমকলের আমিনাবাদ, জলঙ্গি বাজার এলাকায় ওই বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়াতে একটি ট্যাবলোর প্রদর্শনী করা হয়। সংস্থার ডোমকল মহকুমার সুপারভাইজার মুস্তাকিম আলম বলেন, ‘‘ডোমকল এলাকায় নারীপাচার, শিশুপাচার ও বাল্য বিবাহর সংখ্যা অনেক বেশি। ফলে এই এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ট্যাবলো এবং ফুটবল খেলাকে জনসংযোগের কাজে লাগানো হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কের ঘটনা। মানিক বাছার (৪৫) নামে ওই ব্যক্তি কৃষ্ণনগরের কোতয়ালি থানার নতুনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় নবদ্বীপগামী একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। অন্য দিকে লরি ও ম্যাটাডোরের সংঘর্ষে জখম হয়েছেন চার জন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পিকনিক সেরে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে সিংহাটির মোড়ে বেথুয়াডহরীগামী একটি লরির ধাক্কা মারলে বগুলার ওই চারজন বাসিন্দা জখম হন।
|
আর্ট কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রবিবার নদিয়ার রানাঘাট মহকুমাশাসকের বাংলোয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আর্ট কর্মশালার আয়োজন করা হয়েছিল। সাত জন শিল্পীর আঁকা ছবির পাশাপাশি আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতারও। ৯০৮ জন এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমাশাসক সুপর্ণ রায়চৌধুরী, এসডিপিও আজহার এ তৌসিফ, বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, নরেশ চন্দ্র চাকী-সহ অনেকে।
|
খুরের আঘাতে জখম হলেন সন্তু সরকার নামে এক যুবক। বুধবার রাতে কৃষ্ণনগরের দক্ষিণ কালিনগর এলাকার ঘটনা। সেলুনে দাড়ি কাটানোর সময় তাকে খুর মারা হয় বলে অভিযোগ। সন্তু শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত পলাতক। |