১২ মাসে বিদায় তিন কিংবদন্তির
কালিসের অবসরে অক্ষত থেকে গেলেন সচিন
২৫ ডিসেম্বর
ড়দিনে ক্রিকেটমহলকে বড়সড় ধাক্কা দিলেন জাক কালিস। জানিয়ে দিলেন, বক্সিং ডে টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন তিনি। যে ঘোষণার পর কালিসের কেরিয়ারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভাসল ভারতীয়দের স্বস্তির ঢেউয়েও।
সচিন তেন্ডুলকর যে অক্ষত থেকে গেলেন!
২০১৩ নভেম্বরে ৫১টা টেস্ট সেঞ্চুরির মালিক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সচিন। টেস্ট সেঞ্চুরির তালিকায় তাঁর ঠিক পরেই ছিলেন জাক কালিস, ৪৪ সেঞ্চুরি নিয়ে। কালিসের অবসরে স্বস্তি কারণ, টেস্ট সেঞ্চুরির রেকর্ডটা ক্রিকেট ঈশ্বরের দখলেই থাকল!

জাক কালিস

টেস্ট ১৬৫ রান ১৩১৭৪ সেঞ্চুরি ৪৪ সর্বোচ্চ ২২৪ গড় ৫৫.১২
(২৬-৩০ ডিসেম্বর ডারবানে শেষ টেস্ট খেলবেন কালিস)
“সিদ্ধান্তটা সহজ ছিল না। সামনে অস্ট্রেলিয়া সফর,
আমাদের টিমটাও এখন সাফল্যের মধ্যে রয়েছে। কিন্তু মনে হয়
এটাই সঠিক সময়। এটাকে ‘গুডবাই’ হিসেবে দেখছি না কারণ
এখনও অনেক খিদে বেঁচে আছে। যদি ফিট থাকি,
ভাল পারফর্ম করি, তা হলে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত
টিমকে টেনে নিয়ে যেতে চাই।” —
কালিস জানিয়েছেন, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলবেন তিনি। কিন্তু ডারবান টেস্টের দু’ইনিংসে সেঞ্চুরি পেলেও সচিনকে ছাপিয়ে যেতে পারবেন না ৩৮ বছরের দক্ষিণ আফ্রিকান। কালিসের অবসর ঘোষণার পর টেস্ট সেঞ্চুরির তালিকায় প্রথম দশের মাত্র দু’জন বর্তমান ক্রিকেটার থাকলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (৩৩) ও মাহেলা জয়বর্ধনে (৩১)। দু’জনেরই বয়স ৩৬, সুতরাং সচিনকে টপকে যাওয়ার বিশেষ সম্ভাবনা নেই তাঁদের।
“সিদ্ধান্তটা সহজ ছিল না। সামনে অস্ট্রেলিয়া সফর, আমাদের টিমটাও এখন সাফল্যের মধ্যে রয়েছে। কিন্তু মনে হয় এটাই সঠিক সময়। এটাকে ‘গুডবাই’ হিসেবে দেখছি না কারণ এখনও অনেক খিদে বেঁচে আছে। যদি ফিট থাকি, ভাল পারফর্ম করি, তা হলে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত টিমকে টেনে নিয়ে যেতে চাই,” এ দিন তাঁর বিবৃতিতে বলেছেন কালিস। সঙ্গে যোগ করেছেন, “আঠারো বছর আগে অভিষেক হওয়ার পর থেকে দেশের হয়ে খেলাটা প্রচণ্ড উপভোগ করেছি। বিশেষ করে শেষ দুটো বছর যে রকম অসাধারণ ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমার সৌভাগ্য যে, প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে থেকে টেস্ট কেরিয়ার শেষ করতে পারব। তার চেয়েও বড় কথা, ওদের সঙ্গে এই বন্ধুত্বটা সারা জীবনের সম্পদ হয়ে থাকবে।”
টেস্ট ক্রিকেটে শেষ দিন
সচিন তেন্ডুলকর


টেস্ট ২০০ রান ১৫৯২১ সেঞ্চুরি ৫১
সর্বোচ্চ ২৪৮ ন.আ. গড় ৫৩.৭৮



টেস্ট ক্রিকেটে শেষ দিন
রিকি পন্টিং

বনাম
টেস্ট ১৬৮ রান ১৩৩৭৮
সেঞ্চুরি ৪১ সর্বোচ্চ ২৫৭ গড় ৫১.৮৫




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.