|
|
|
|
টুকরো খবর |
তৃণমূল অফিসে আগুন, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম নেতা-কর্মীদের বিরুদ্ধে। ডেবরার এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ডেবরা থানার গোলগ্রাম পঞ্চায়েতের দণ্ডেশ্বর গ্রামে দেখা যায় তৃণমূলের একটি বুথ কার্যালয় ভস্মীভূত হয়ে গিয়েছে। তৃণমূল সিপিএমে বিরুদ্ধে অভিযোগ জানায়। সিপিএমের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা। গত ৬ ডিসেম্বর লোয়াদা পঞ্চায়েতের চকবাজিতে তৃণমূলের একটি কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় ডেবরা। ওই ঘটনায় সিপিএমের ডেবরা জোনাল সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল-সহ ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাতেও সিপিএম নেতা-কর্মীরা গ্রেফতার হলেন। সিপিএম জেলা সম্পাদক দীপক সরকারের অভিযোগ, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ সব করা হচ্ছে।” জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়ের বক্তব্য, “সিপিএমের দুষ্ট লোকেরাই এ সব এখনও করছে।” ডেবরা ব্লকের মলিগ্রাম, লোয়াদা, গোলগ্রামের মতো কিছু পঞ্চায়েতে এখনও সিপিএমের প্রভাব রয়েছে। দণ্ডেশ্বর গ্রামের বুথটিও সিপিএমের দখলে। মঙ্গলবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বুথ কর্মী সঞ্জয় বেরা সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু হেমব্রম-সহ ৩১ জনের নামে পুলিশে অভিযোগ করেন। পুলিশ গোপাল ত্রিপাঠি, নব্যেন্দু পালধি, অনুপ জানা-সহ ৫ সিপিএম কর্মীকে গ্রেফতার করে। ব্লক তৃণমূল সভাপতি রতন দে বলেন, “সিপিএম এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা এসব প্রতিহত করতে আগামী কর্মসূচি নির্ধারণ করব।”
|
তমলুকের চার্চে বিশেষ প্রার্থনা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শাক্ত আরধনার পীঠস্থান তমলুকে প্রভু যিশুর প্রার্থনা হল বড়দিনের সকালে। তমলুক শহরের আবাসবাড়ি এলাকায় খ্রিষ্টধর্মালম্বীদের একমাত্র উপাসনাস্থল মেথডিস্ট চার্চটি সাজানো হয়েছিল রঙিন কাগজের ফুল, আলোর মালায়। বুধবার সকাল থেকেই সেখানে একে-একে জড়ো হতে শুরু করেন লোকজন। সাড়ে ১০টায় চার্চে শুরু হয় বিশেষ প্রার্থনা। চার্চের রেভারেন্ড দীপঙ্কর নাথ প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত, বাইবেল পাঠ করেন। প্রার্থনার পর সবাই মিলে কুশল বিনিময় করেন। কেক খাওয়া হয় ভাগ-বাঁটোয়ারা করে। তমলুক মেথডিস্ট চার্চের সম্পাদক আরতি দাস বলেন, “প্রায় ৪০ বছরের পুরনো আমাদের চার্চ। বছরভর এই দিনটার দিকে তাকিয়ে থাকি। শুধু খ্রিষ্টধর্মাবলম্বীরা নয়, তাঁদের বন্ধু-বান্ধব-শুভানুধ্যায়ীরাও যোগ দেন প্রার্থনায়।” নাটক প্রতিযোগিতা। আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম অরণ্যসুন্দরী মহাসঙ্ঘ প্রাঙ্গণে ১৯তম আদিবাসী একাঙ্ক নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। দুপুর ২টোয় উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা।
|
তৃণমূল কার্যালয়ে আগুন, ডেবরায় গ্রেফতার পাঁচ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম নেতা-কর্মীদের বিরুদ্ধে। ডেবরার এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ডেবরার গোলগ্রাম পঞ্চায়েতের দণ্ডেশ্বর গ্রামে দেখা যায় তৃণমূলের একটি বুথ কার্যালয় ভস্মীভূত হয়ে গিয়েছে। তৃণমূলের তরফে সিপিএমে বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। সিপিএমের অবশ্য দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। গত ৬ ডিসেম্বর লোয়াদা পঞ্চায়েতের চকবাজিত গ্রামে তৃণমূলের একটি কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ডেবরা। এখনও পর্যন্ত ওই ঘটনায় সিপিএমের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দণ্ডেশ্বর গ্রামের ঘটনাতেও সিপিএম নেতা-কর্মীরা গ্রেফতার হলেন। সিপিএম নেতা দীপক সরকারের অভিযোগ, “প্রতিহিংসা চরিতার্থ করতে এ সব করা হচ্ছে।” জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়ের বক্তব্য, “সিপিএম যে সব দুষ্ট লোক তৈরি করেছে, তাঁরাই এ সব এখনও করছে। পুলিশ তদন্ত করুক।”
|
বৌদ্ধবিহার পরিদর্শন |
|
—নিজস্ব চিত্র। |
বুধবার দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার পরিদর্শন করলেন রাজ্য পুরাতত্ত্ব বিভাগের অধিকর্তা গৌতম সেনগুপ্ত, উপ-অধিকর্তা অমল রায়, বিডিও জ্যোতি ঘোষ। এ দিন গৌতমবাবু মোগলমারিতে খননকালে পাওয়া প্রবেশদ্বার, স্ট্যাকোর (চুন, মার্বেল গুড়োর মণ্ড ও বালির মিশ্রণ) দেওয়াল ও সীমানা পাঁচিল ঘুরে দেখেন। স্থানীয় ‘তরুণ সেবা সঙ্ঘে’র যুগ্ম-সম্পাদক অতনু প্রধানের থেকে তিনি এলাকার খুঁটিনাটি জানেন। গৌতমবাবু বলেন, “ষষ্ঠ শতকের সমসাময়িক এই বৌদ্ধস্তূপটি বাংলার মধ্যে প্রাচীন। তবে এটিকে পূর্ব ভারতের অন্য পুরাতাত্ত্বিকস্থল বরেন্দ্র, মগধ ও কলিঙ্গ এলাকার পরিপ্রেক্ষিতে বৃহত্তর ভাবে দেখতে হবে।” |
|
|
|
|
|