হিমবাহে ৫৪ বছর আগের হুঁশিয়ারি |
বিশ্ব উষ্ণায়ন নিয়ে পৃথিবী জুড়ে এখন চলছে নানা আলোচনা। অথচ ৫৪ বছর আগেই এ নিয়ে সতর্ক করে গিয়েছিলেন এক ভূতত্ত্ববিদ। নাম পল ওয়াকার। বলেছিলেন বিশ্ব উষ্ণায়নের জেরে অনেক দ্রুত গলতে পারে হিমবাহ। এর প্রমাণে ১৯৫৪ সালে কানাডার নুনাভাটের ওয়ার্ড হান্ট আইল্যান্ড অভিযানে বরফের মধ্যে একটি বোতল রেখে যান পল। তখন সেখান থেকে হিমবাহের দূরত্ব ছিল ১.২ মিটার। পল বোতলের মধ্যে লিখে রাখেন, যে ওই বোতল পাবে, সে হিমবাহ থেকে তখনকার দূরত্ব যেন তাঁকে জানান। যাতে বোঝা যায়, হিমবাহ কতটা গলেছে। কিন্তু ওই বছরই মারা যান পল। সেই বোতল উদ্ধার হয়েছে এত দিন পরে। এখন দূরত্ব ১০১.৫ মিটার। অর্থাৎ পলের আশঙ্কা সত্যি করে ৫৪ বছরে ১০০ মিটারেরও বেশি গলেছে হিমবাহ।
|
বাগদাদে জঙ্গি হানায় মৃত্যু হল ৪৪ জনের। বৃহস্পতিবার বড়দিনের প্রার্থনা চলাকালীন বাগদাদের ডোরায় একটি গির্জা সংলগ্ন এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৩৫ জনের। জখম হন ৩৮ জন। কিছু ক্ষণের মধ্যেই ফের বিস্ফোরণের খবর আসে বাগদাদের জনবহুল বাজার এলাকা থেকে। দ্বিতীয় এই বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বৃহস্পতিবারের জঙ্গি হানার দায় স্বীকার করেনি।
|
এখনও পর্যন্ত আটটি বড়দিন আফগানিস্তানের হেলমন্দেই কাটিয়েছে ব্রিটিশ সেনা। সম্ভবত, এই বছরই আফগানিস্তানে তাঁদের শেষ বড়দিন। কারণ, সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে ২০১৪ সালের মধ্যেই সেখান থেকে সরিয়ে ফেলা হবে সেনা। এ বার হেলমন্দেই অবশ্য নিজেদের মতো করে বড়দিন পালন করেন ব্রিটিশ সেনারা। মেনুতে ছিল টার্কি। সেনার রাঁধুনি ব্যস্ত থাকেন আড়াই টন টার্কি-সহ নানা রান্নায়। তৈরি করেন আড়াই টন পুডিং এবং সাড়ে ২৩ হাজার পাই। ব্রিটিশ সেনার জন্য দেশ থেকে পাঠানো হয়েছে ৮,৪০০টি সান্তা টুপি। |