দম্পতিকে বেঁধে রেখে ডাকাতিতে ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গৃহকর্তাকে বেঁধে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তবে খোয়া যাওয়া গয়না ও টাকার হদিস মেলেনি। মাস দেড়েক আগে দুর্গাপুরে ধান্ডাবাদের সুকান্তপল্লিতে ডাকাতির ঘটনাটি ঘটে। অভিযোগ, রাত ১০টা নাগাদ টোকা শুনে গৃহকর্তা, একটি বেসরকারি কারখানার প্রাক্তন আধিকারিক সুভাষ চক্রবর্তী দরজা খুলতেই ঢুকে পড়ে চার দুষ্কৃতী। মারধর করে তাঁর ও তাঁর স্ত্রী গৌরীদেবীর হাত-পা-মুখ বেঁধে আলমারি খুলে টাকার বাক্স, গয়না, দু’টি মোবাইল ফোন, ক্যামেরা, টর্চ ইত্যাদি নিয়ে পালায় তারা। পুলিশকে ওই বয়স্ক দম্পতি জানান, দুষ্কৃতীদের মধ্যে তিন জনের মুখ খোলা ছিল। পুলিশ জানায়, তাদের কাছে দুষ্কৃতীদের ছবির যে অ্যালবাম রয়েছে তা ওই দম্পতিকে দেখালে এক জনকে তাঁরা শনাক্ত করেন। পুলিশ সঞ্জু মজুমদার নামে ওই সন্দেহভাজনকে মঙ্গলবার রাতে ধরে। তাকে জেরা করে নঈমনগরের সোহেল খান ও তামলা ব্রিজের সুরেশ সিংহকে গ্রেফতার করে। চতুর্থ জনের খোঁজ চলছে। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, সোহেলের এক বন্ধু বছর দশেক আগে বেনাচিতির ভিড়িঙ্গি টিএন হাইস্কুলে সুভাষবাবুর নাতির সঙ্গে পড়ত। তার কাছেই সোহেল সুভাষবাবুদের আর্থিক অবস্থার কথা জানতে পারে। এর পরে সঞ্জু, সুরেশদের সঙ্গে ডাকাতির পরিকল্পনা করে। দু’টি মোটরবাইক ও একটি স্কুটি চড়ে চার জন ডাকাতি করতে যায়। পুলিশ সেগুলি এবং চুরি যাওয়া ক্যামেরা, টর্চ উদ্ধার করেছে বলে জানায়। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, অন্য নানা চুরিতেও ধৃতেরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ। জেরা করে সে সব জানার চেষ্টা চলছে।
|
মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মহামায়া বন্দ্যোপাধ্যায় (৪০)। মহিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মৃতার ভাই আদিত্য বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়ুল, কাপড়, একটি নোড়া বাজেয়াপ্ত করেছে। পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে গিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহামায়াদেবী ও তাঁর ভাই আদিত্য দু’জনেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁদের বাড়ি কুলটি থানার শাঁকতোড়িয়ায় সাত নম্বর কলোনী এলাকায়। সেখানে নিজের বাড়িতে দুই ছেলেমেয়ের সঙ্গে থাকেন প্রাক্তন ইসিএল কর্মী কানাই বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কানাইবাবুর বাড়ির পরিচালিকা কাজ করতে এসে দেখেন বাড়ির উঠোনে পড়ে রয়েছে কানাইবাবুর মেয়ে মহামায়ার রক্তমাখা অর্ধনগ্ন দেহ। তিনি দেখেন, ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে কানাইবাবুর ছেলে আদিত্য। এই দৃশ্য দেখে চিৎকার করে পাড়ার লোকজন জড়ো করেন ওই পরিচালিকা। প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের থেকে পুলিশ জেনেছে, মহামায়াদেবী ও আদিত্যের মধ্যে প্রায়ই অশান্তি হত। পুলিশের অনুমান, সেই অশান্তি থেকেই বুধবার এই চরম পরিণতি হয়েছে।
|
পিকনিকে গিয়ে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
পরিবারের সকলের সঙ্গে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। বুধবার ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার রণডিহাতে। পুলিশ জানায়, মৃতের নাম আনন্দ দাস (১৭)। সে ওই থানা এলাকার সুকান্তনগরের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সপরিবারে রণডিহায় পিকনিক করতে এসেছিল আনন্দ। দুপুর ২টো নাগাদ সে দামোদরের জলে নামে স্নান করার জন্য। তখনই তলিয়ে যায় সে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে জাল টেনে তাকে জল থেকে তুলে আনেন। পুলিশের গাড়িতে করে কাঁকসা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।
|
লরির ধাক্কায় মৃত্যু বালিকার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম পায়েল কুমারী (৫)। বাড়ি এবিএল কলোনি লাগোয়া বস্তিতে। এ দিন কোনও ভাবে খেলতে খেলতে সে জাতীয় সড়কে চলে যায়। সেই সময়ে একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
|
দরজা ভেঙে ঢুকে চুরি সিটি সেন্টারে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দরজা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টারে সুনীতি চট্টোপাধ্যায় রাস্তায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহকর্তা রঞ্জন দাঁ পুলিশকে জানান, বাড়ির পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তারা। বুধবার সকালে ঘটনা জানাজানি হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
জয়ী জেমারি সিসি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
ফাইভ স্টার আরসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হয় জেমারি সিসি। তারা এইচসিএলএইচএস মাঠে চিত্তরঞ্জন জেএমডি ক্লাবকে ৯ রানে হারিয়ে দেয়। জেমারি প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে চিত্তরঞ্জন ১২৬ রানের বেশি করতে পারেনি।
|
নানা দাবি-দাওয়ায় লাউদোহার বড়গোড়িয়া গ্রামে এসার অয়েলের কোল বেড মিথেন গ্যাস তোলার প্রকল্প এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন কয়েক জন গ্রামবাসী। আটকে পড়ে প্রকল্পের বেশ কিছু গাড়ি। ঘণ্টা চারেক পরে পুলিশ গেলে বিক্ষোভ থামে। আজ, বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে থানায় বৈঠক হওয়ার কথা।
|
দুর্গাপুর
২৬ তম জেলা গ্রন্থমেলা। গাঁধী মোড় ময়দান। বিকাল ৩ টা।
যোগাসন প্রশিক্ষণ শিবির। সকাল সাড়ে ৭ টা। নবদিগন্ত মাঠ।
উদ্যোগ: দুর্গাপুর মহকুমা যোগ অ্যাসোসিয়েশন ও দুর্গাপুর পুরসভা।
সারা ভারত শিশু ও কিশোর শারীর শিক্ষণ শিবির। গোপালমাঠ
উচ্চ বিদ্যালয়। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: মণিমেলা মহাকেন্দ্র।
বার্ষিক চিত্র প্রদর্শণী। বিধান ভবন। বিকাল তিনটে। উদ্যোগ: আকৃতি।
কাঁকসা
ছবির মেলা ও সাংস্কৃতিক উৎসব। বিকাল ৩ টা। উদ্যোগ: চিত্রকল্প, পানাগড়। |