টুকরো খবর
৫০০ তাজা বোমা উদ্ধার
বাজারের একটি দোকানঘর থেকে ব্যাগে রাখা ৫০০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহের চাঁচলের চন্দ্রপাড়া বাজার থেকে সোমবার সন্ধ্যায় ওই বোমা ভর্তি ব্যাগ পুলিশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩টি বড় পলিথিনের ব্যাগে বোমাগুলি রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে সেগুলি নিষ্ক্রিয় করে দেন। চাঁচলের আইসি জয়ন্ত লোধ চৌধুরী জানান, কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপাড়া বাজারে পাশাপাশি দুটি দোকানঘরের মালিক এক দর্জি। একটি দোকানে দর্জির নিজের ব্যবসা চললেও পাশের দোকানটি অধিকাংশ সময়েই বন্ধ থাকত। ঘটনার পর ওই দর্জি এলাকা ছেড়ে পালিয়েছে। তিনি বন্ধ ঘরটি জানিপুরের এক বাসিন্দাকে ভাড়া দিয়েছিলেন। ওই ঘরটিতেই বোমা ছিল। এদিন দুপুরে স্থানীয় ফুটবল ময়দানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে দেয় বম্ব স্কোয়াড।

৩০শে বইমেলা শুরু
এ বছরের অমিয়ভূষণ মজুমদার স্মৃতি, অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কোচবিহারের দুই কবি-লেখক। অমিয়ভূষণ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন লেখক নৃপেন্দ্রনাথ পাল ও অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার পাচ্ছেন ঘুঘুমারির বাসিন্দা কবি জহিরুদ্দিন মিঁয়া। ৩০ ডিসেম্বর উদ্বোধনের দিন পুরস্কার দেওয়া হবে। এর অর্থমূল্য নগদ ১০ হাজার টাকা।

দুঃস্থদের কম্বল বিলি
সারদা দেবীর ১৬১ জন্মতিথি পুজো উপলক্ষে দুঃস্থদের কম্বল বিলি করল তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ। সোমবার ওই উপলক্ষে বিশেষ পুজো আরতির ব্যবস্থা ছিল। মোট ৮৭ জনকে এ দিন কম্বল দেওয়া হয়।

সংঘর্ষে জখম আট
জমি নিয়ে দুই পড়শির সংঘর্ষে ৮ জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বেলবাড়ি অঞ্চলের পান্ডেপাড়ায়। এক পক্ষ তৃণমূল, অন্যরা সিপিএম সমর্থক হওয়ায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জখম ৩ জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এসডিপিও স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দু’পক্ষের অভিযোগ মতো তদন্ত শুরু হয়েছে।”

দলবদল দিনহাটায়
সোমবার দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির চার কংগ্রেস সদস্য অনুগামীদের নিয়ে দলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী এ দিন বলেন, “এতে সংগঠনের ক্ষতি হবে না।”

পথ দুর্ঘটনায় চোরাই গাড়ি
বিলাসবহুল একটি ছোট গাড়ি চুরি করে পালানোর সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ফেলে পালিয়ে গেল দুষ্কৃতীরা। মালদহের চাঁচলের বীরস্থলী এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের ধারের নয়ানজুলি থেকে মঙ্গলবার সকালে ওই গাড়িটি পুলিশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি চাঁচলের বিদ্যুৎ বন্টন কোম্পানির এক অবসরপ্রাপ্ত কর্মী ইমদাদুল হকের। গভীর রাতে তাঁর বাড়ির সামনে থেকে গাড়িটি চুরি করে পালায় দুষ্কৃতীরা। তার পরেই এই দুর্ঘটনাটি ঘটে।

সম্মেলনে মিছিল
ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়) রাজ্য সম্মেলন শুরু হল কোচবিহারে। সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সভাপতি বিমল সেন।

অস্ত্র-সহ ধৃত
একটি নাইনএমএম পিস্তল, পাইপগান ও সাত রাউন্ড গুলি নিয়ে মোটরবাইকে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। মঙ্গলবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় রুটিন তল্লাশির সময়েই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত বিশ্বনাথ বিশ্বাসের বাড়ি রায়গঞ্জেরই সুদর্শনপুরে। তার বিরুদ্ধে রায়গঞ্জের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.