আম আদমির পার্টির উত্থানের ঘটনাকে ভারতীয় রাজনীতির নতুন সমযোজন বলে মন্তব্য করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু। মঙ্গলবার পুরুলিয়ায় দলের বৈঠকে এসে বিমানবাবু বলেন, “আম আদমির পার্টির সরকার ভারতীয় রাজনীতিতে নতুন সংযোজন। এখন একটা নতুন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তবে ওঁরা নানা কথা বলে ক্ষমতায় এসেছেন। যদি কাজ করে প্রমান দিতে পারে, তাহলে অবস্থা অন্যরকম হবে।” তাঁর মতে, কংগ্রেস-বিজেপি মানুয়ের কাছে পরিতাজ্য। তৃতীয় বিকল্পের সন্ধান করছেন মানুষ। সন্ধান করতে গিয়ে নুড়িকেও তাঁরা জড়িয়ে ধরছেন।” আপের সঙ্গে আগামী নিবার্চনে বামপন্থীদের সঙ্গে সমঝোতার কথা অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। বিমানবাবুর সঙ্গে এ দিন বৈঠকে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র।
|
পুর পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয়ে মঙ্গলবার পুরুলিয়া পুরভবনের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। তাদের দাবি, শহরের প্রধান রাস্তাগুলি থেকে আবর্জনা সরানো হলেও গলি অপরিষ্কার থাকে। |