ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত রাজ্য স্তরের অ্যাথলেটিক মিটে সাফল্য পেল বীরভূম। ১৯ ডিসেম্বর থেকে তিন দিনের প্রতিযোগিতা হয়েছে সল্টলেকে সাই কমপ্লেক্সে। প্রতিটি জেলা থেকে ২১ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে যোগ দিয়েছিল। তাদের মধ্যে অনূর্ধ্ব ১২ বিভাগে নলহাটির সুলতানপুরের বাসিন্দা তথা সুলতানপুর নিবেদিতা শিক্ষায়তনের ছাত্র রমেন মাল লং-জাম্পে, লাভপুরের কুরুন্নাহারের বাসিন্দা তথা কুরুন্নাহার হাইস্কুলের ছাত্র বসন্ত বাগদি হাইজাম্পে প্রথম হয়। নলহাটি শহরপুরের সঞ্জিত হেমব্রম (অনূর্ধ্ব ১৯) ট্রিপল-জাম্পে প্রথম হয়। সঞ্জিত বোলপুরের বাঁধখালা হাইস্কুলের ছাত্র। ওই স্কুলের নীলকুমার দলুই ৪০০ ও ৮০০ মিটারে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এ ছাড়া, বোলপুর নিচুপট্টি নীরদবরনি হাইস্কুলের ছাত্র শেখ সইফুদ্দিন ৪০০ মিটার হাড়ল রেসে প্রথম, চার গণিত ৪০০ মিটার ও চার গণিত ১০০ মিটার রিলে রেসে সঞ্জিত, নীলকুমার এবং দেবী হেমব্রমরা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান পায়। অনূর্ধ্ব ১৪ বিভাগের সটপটে দ্বিতীয় হয় সুলতানপুর নিবেদিতা শিক্ষায়তনের দুলাল মাল। আয়োজক সংস্থার জেলা সহকারী সম্পাদক বাবলু চক্রবর্তী বলেন, “উপযুক্ত পরিবেশ এবং প্রশিক্ষণের সুযোগ পেলে তারা আরও উন্নতি করতে পারবে।”
|
কাষ্ঠগড়ায় ফুটবল। —নিজস্ব চিত্র। |
জনসংযোগ বাড়াতে এবং এলাকায় সম্প্রীতি বজায় রাখতে গত শনিবার রামপুরহাটের কাষ্ঠগড়া গ্রামে জেলা পুলিশের পক্ষে রামপুরহাট থানা এবং কাষ্ঠগড়া শান্তিরক্ষা কমিটির উদ্যোগে এক দিনের ফু্টবল প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় ঝাড়খণ্ডের দু’টি ও বীরভূমের ৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে রামপুরহাটের মুরগাডাঙাকে ১-০ গোলে হারায় ঝাড়খণ্ডের ঘটকপুর। উপস্থিত ছিলেন মহকুমাশাসক রত্নেশ্বর রায়, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ বিডিও শ্রেয়সী ঘোষ, এসডিপিও কোটেশ্বর রাও, রামপুরহাট থানার আইসি সুবীর বাগ প্রমুখ।
|
রামপুরহাটের জয়কৃষ্ণপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে জে.ডি.পি.এল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৯ ডিসেম্বর ফাইনাল। উদ্যোক্তাদের তরফে পিয়ারুল ইসলাম (বকুল) জানান, এই প্রতিযোগিতায় হাওড়া, হুগলির বৈদ্যবাটি, সিউড়ি, সাঁইথিয়া, মুর্শিদাবাদের পাঁচগ্রাম, দুর্গাপুর, রামপুরহাট এই ৮টি দল যোগ দিয়েছিল। মঙ্গলবার রামপুরহাট পাঁচগ্রামের কাছে ৮৪ রানে পরাজিত হয়। সেমিফাইনালে উঠেছে দুর্গাপুর, পাঁচগ্রাম, সাঁইথিয়া, সিউড়ি। |