টুকরো খবর
জয়দেব মেলা নিয়ে বৈঠক
জয়দেব কেঁদুলির মেলা এখনও ঢের দেরি। তবে প্রশাসনিক স্তরে এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে প্রশাসনিক বৈঠক হয়েছে। তার পরে সোমবার ৭ই পৌষ আশ্রম কমিটি বৈঠকে বসেন। জয়দেব জয়দেব কেঁদুলি মেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে মেলা প্রাঙ্গণ ও নদীর চরে ছড়িয়ে থাকা বহু বাউল অখড়ার ছবি। এক দিকে চলে বাউল ও কীর্তনের আসর। অন্য দিকে, ওই অখড়াগুলিই আবার মেলায় আগত পুণ্যার্থীদের আশ্রয়স্থলও বটে। মেলার কোথায় বসবে আখড়া বা আশ্রম, পরিকাঠমোগত কোনও সমস্যা আছে কিনা বা আশ্রমের পরিবেশ ঠিক রাখতে নতুন কোনও ভাবনা নেওয়া যায় কিনা, এ রকম নানা বিষয়ে প্রতি বছর এই দিনটিতেই আলোচনা হয়। এ বারও হল। জয়দেবের ভক্তিভবনে হওয়া ওই আলোচনায় যোগ দেন মেলা কমিটির প্রায় ২০০ সদস্য। কমিটির ভাইস চেয়ারম্যান শান্তি রজক বলেন, “মেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে আশ্রম বা আখড়ার সংখ্যা প্রায় ২৫৯টি। রাজ্যের বিভিন্ন জেলা ও লাগোয়া ঝাড়খণ্ড থেকে আসে আশ্রমগুলি থেকে পুণ্যার্থী আসেন। এ বার সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করছি।” গত কয়েক বছর ধরেই মেলার মূল প্রাঙ্গণ বারো বিঘার মাঠ ছেড়ে অনেক অস্থায়ী আশ্রমগুলি অজয় নদের চরে চলে গিয়েছে। তাঁর দাবি, প্রশাসন পরিকাঠামো গড়ে দিলে এ বার আশ্রমের সংখ্যা দ্বিগুন হবে।

যুবক খুনে চার বছরের কারাদণ্ড
এক যুবককে খুনের দায়ে ৪ বছর সশ্রম কারাদণ্ড দিল সিউড়ি আদালত। সরকারি আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “২০১২ সালে ১০ এপ্রিল মহম্মদবাজারের দোবাঁধ গ্রামের যুবক সিরাজ মিঞা খুন হন। ওই খুনের ঘটনায় বিচারক শুভ্রা ঘোষ অভিযুক্ত উকিল হাঁসদাকে দোষী সাব্যস্ত করে ওই সাজা শোনান।” একই সঙ্গে দোষী যুবককে ১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে উকিলের জেলের মেয়াদ বাড়বে আরও ৬ মাস। সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন সকালে নিহত যুবক প্রকৃতির জাকে সাড়া দিতে বেরিয়েছিলেন। তখনই উকিল হাঁসদা নামে ওই যুবক আচমকা ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপুরে হামলা করে। ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয়। স্থানীয় লোকজনই উকিলকে ধরে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ৩০২ ধারায় মামলা শুরু করে। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন। বিচারক যদিও অভিযুক্ত যুবককে ৩০৪বি ধারায় দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেন। গত দেড় বছর ধরে অভিযুক্ত যুবক জেল-হাজতেই ছিলেন। তবে তাঁর বাড়ি কোথায় তা জানা যায়নি। এমনকী, ওই যুবকের খোঁজে তাঁর কোনও আত্মীয়ও আসেননি।

মারামারি
তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল মহম্মদবাজারের সোঁতশালে। মঙ্গলবারের ওই ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সোঁতশালের ফকিরপাড়ায় সিপিএম সমর্থক তারা শেখের লোকজনের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা নুর আলমের লোকজনের বিবাদ হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। সিপিএমের দাবি, নুর আলমদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও, পুলিশ একতরফা ভাবে তাদের লোকেদের ধরেছে। সিপিএমের তরফে কোনও অভিযোগ পায়নি বলে পাল্টা দাবি করেছে পুলিশ।

ছাত্র-যুব উৎসব
দুবরাজপুরে লোকমঞ্চে হয়েছে পুর-ছাত্রযুব উৎসব বা বিবেক চেতনা উৎসব। দুবরাজপুর পুরসভা ও জেলা যুব কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনের এই উৎসব শুরু হয়েছিল শনিবার থেকে। উদ্বোধক ছিলেন মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা যুবকাল্যাণ আধিকারিক অচিন্ত্যকুমার দাস, পুরপ্রধান পীযূষ পাণ্ডে প্রমুখ। শহরের একটি সংস্থার শিশু শিল্পীদের নৃত্যানুষ্ঠানের মাধ্যেমে উৎসবের সূচনা হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.