|
|
|
|
আয় বাড়াতে ভাড়া বাড়াচ্ছে জেলা পরিষদ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিজস্ব তহবিলের আয় বাড়াতে উদ্যোগী হল তৃণমূল পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। প্রথমেই সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন খাতে ভাড়া বাড়ানোর। বাড়ছে জেলা পরিষদের তৈরি দোকানঘর, ডরমেটরি, সভাকক্ষের ভাড়া। বাড়ছে টেন্ডার ফর্মের ফি-ও। ভাড়া বৃদ্ধির হার কী হবে, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জেলা পরিষদ সূত্রে খবর।
মঙ্গলবার অর্থ স্থায়ী সমিতির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা পরিষদের নতুন বোর্ড তৈরির পরে এ দিন ছিল অর্থ স্থায়ী সমিতির দ্বিতীয় বৈঠক। ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ-সহ বিভিন্ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা। বৈঠক শেষে সভাধিপতি বলেন, “জেলা পরিষদের নিজস্ব তহবিলের আয় বৃদ্ধির জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আয়ের উৎসও খোঁজা হচ্ছে। নিজস্ব তহবিলের আয় বাড়লে আরও কাজ করা যাবে।”
শুধু নিজস্ব তহবিলের আয় বাড়ানো নয়, সরকারি অর্থের অপব্যবহার বন্ধ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। ওই সূত্র জানাচ্ছে, অর্থ স্থায়ী সমিতির প্রথম বৈঠকে কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল। প্রস্তাবগুলো এ দিন অনুমোদিত হয়। গাড়ির অপব্যবহার বন্ধ, আপ্যায়নের খরচে কাটছাঁট, মনোহারি দ্রব্যের উপর ব্যয় নিয়ন্ত্রণের মতো প্রস্তাব অনুমোদিত হয়েছে এ দিন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ক্যাম্পাসে আবাসন-ডরমেটরি রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ সবের ভাড়া বাড়ছে। আগে একতলার নন এসি ডবল বেড রুমের ভাড়া ছিল ৮০ টাকা, দোতলার নন এসি ডবল বেড রুমের ভাড়া ছিল ১০০ টাকা। এ বার দুই ক্ষেত্রেই বাড়া হবে ২০০ টাকা। আগে এসি ডবল বেড রুমের ভাড়া ছিল ২৫০ টাকা। এ বার হবে ৪০০ টাকা। ডরমেটরির বেডপিছু ভাড়া ২০ টাকা থেকে বেড়ে হবে ৫০ টাকা। জেলা পরিষদের লাউঞ্জের ভাড়া ৪০০ টাকা বাড়িয়ে ৮০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
প্রদ্যোৎ স্মৃতি সদনের ভাড়া অবশ্য আপাতত বাড়ছে না। তবে, জেলা পরিকল্পনা ভবনের সভাকক্ষের বাড়া বাড়ছে। আগে সভাকক্ষের ভাড়া ছিল ৪ হাজার টাকা। বেড়ে হবে ৫ হাজার টাকা। সিদ্ধান্ত অনুযায়ী, বাড়ছে টেণ্ডার ফর্মের ফি। ৫ লক্ষ বা তার কম টাকার কাজের ক্ষেত্রে ফর্মের দাম বাড়ছে ৫০০ টাকা। ৫ লক্ষ থেকে ২০ লক্ষ বা তার কম টাকার কাজের ক্ষেত্রে ফর্মের দাম বাড়ছে ২ হাজার টাকা। আর ২০ লক্ষ টাকার উপর কাজের ক্ষেত্রে ফর্মের দাম বাড়ছে ৩ হাজার টাকা। বাড়বে মেলার লাইসেন্স ফি’ও। এক বা দু’দিনের মেলা হলে ফি বাবদ দিতে হবে দিনপিছু ৫০০ টাকা। দু’দিনের বেশি হলে দিনপিছু ৪০০ টাকা। জেলা পরিষদের কিছু রোলার অচল হয়ে পড়ে রয়েছে। এই রোলারগুলো নিলাম করার সিদ্ধান্তও এ দিন হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বৈঠক শুরু হয়। প্রায় দু’ঘন্টা ধরে বৈঠক চলে। জানা গিয়েছে, জঙ্গলমহলের ১৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরিতে বিআরজিএফ প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে জেলা পরিষদ। জেলা পরিষদের নিজস্ব তহবিলের আয় বৃদ্ধির জন্য নতুন আয়ের উৎসও খোঁজা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী দিনে এ জন্য কিছু পদক্ষেপও করা হবে। |
দুই পদক্ষেপ |
আয় বাড়াতে |
|
ব্যয় কমাতে |
• ডরমেটরির বাড়া বৃদ্ধি
• সভাকক্ষের ভাড়া বৃদ্ধি
• টেন্ডার ফর্মের ফি বৃদ্ধি |
• গাড়ির অপব্যবহার রোধ
• আপ্যায়ন খরচ কমানো
• মনিহারী দ্রব্যের ব্যয় নিয়ন্ত্রণ |
|
|
|
|
|
|