ব্যালন ডি’অর কার হাতে উঠবে জানতে এখনও বাকি তিন সপ্তাহ। ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার দৌড়ে থাকা ফ্রাঙ্ক রিবেরির কথা শুনলে অবশ্য সে রকম মনে হবে না। ফ্রান্সের তারকা উইঙ্গার ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছেন ব্যালন ডি’অর উৎসর্গ করবেন তাঁর নির্মাণকর্মীর বাবা ফ্রাঁসোয়াকে। এমনটাই জানাচ্ছে ফরাসি মিডিয়া।
বায়ার্ন মিউনিখের হয়ে মরসুমের পঞ্চম ট্রফি জেতার পর রিবেবির আত্মবিশ্বাস কতটা তুঙ্গে তাঁর কথাতেই পরিষ্কার, “দুরন্ত একটা মরসুম গেল। ক্লাবের জন্য, সমর্থকদের জন্য, আমার জন্যও। আমরা সব রেকর্ড ভেঙে দিয়েছি। মাঠের বাইরেও এর তৃপ্তি ষোলো আনা।” সঙ্গে আরও যোগ করেন, “প্রচুর পরিশ্রমও করেছি। তার জন্য মনে হয় ফিফার সেরা প্লেয়ারের পুরস্কার আমার প্রাপ্য। খুব ভাল লাগবে ব্যালন ডি’অর পেলে। শুধু আমার জন্যই নয়, আমার স্ত্রী-বাচ্চারা আর আমার বাবার জন্যও এই পুরস্কার জেতাটা দারুণ ব্যাপার হবে।”
দু’বছর বয়সে রিবেরি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। বাবাই চালকের আসনে ছিলেন। মুখোমুখি একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে ফ্রাঁসোয়া প্রচণ্ড জোরে ব্রেক কষেন। তাতে গাড়ির উইন্ডস্ক্রিনে সজোরে ধাক্কা লাগে রিবেরির। দুর্ঘটনায় পাওয়া তাঁর মুখের গভীর ক্ষত সারলেও কাটা দাগটা আর যায়নি। বায়ার্ন তারকা সে রকমই একটা চিরকালীন দাগ রাখতে চান বিশ্ব ফুটবলে। তবে দুর্ঘটনায় নয়, প্রচণ্ড পরিশ্রম আর দুরন্ত ফর্মের ঝড়ে। তাই বায়ার্ন সতীর্থই রবেন প্রকাশ্যে ব্যালন ডি’অর জেতার দৌড়ে রোনাল্ডোকে সমর্থন করলেও রিবেরি কিন্তু পাল্টা মন্তব্য করার রাস্তায় হাঁটছেন না। “প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার অধিকার রয়েছে। এতে কোনও সমস্যা নেই। রোনাল্ডো আর মেসির সঙ্গে মনোনয়ন পেলেও আমার বিরাট সুযোগ রয়েছে ব্যালন ডি’অর জেতার। প্রত্যেকটা বড় ম্যাচে ছিলাম। মরসুমটা আমার কেরিয়ারের সেরা।” ১৩ জানুয়ারি জুরিখে ফিফার অনুষ্ঠানে শেষ পর্যন্ত কে বিজয়ীর হাসি হাসবেন সেটাই এখন দেখার। |