স্থানীয় ক্রিকেটের উন্নতিতে দু’টো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল সিএবি। এক দিকে, ময়দানের প্রত্যেক ক্লাবে রাজ্য পর্যায়ে ক্রিকেট খেলা কেউ বা কোনও ‘এ’ লেভেল কোচ বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। এবং কোচ নিয়োগের জন্য প্রত্যেক ক্লাবকে পঁচিশ হাজার টাকা করে সিএবি দেবে। যা আগে কখনও হয়নি। দ্বিতীয়ত, ময়দানের ক্রিকেটারদের সুরক্ষায় প্রত্যেক ক্লাবের নথিভুক্ত ক্রিকেটারের জন্য এক লক্ষ টাকার মেডিক্যাল বিমা-র ব্যবস্থা করছে সিএবি।
মঙ্গলবার সিএবি-র ফিনান্স কমিটির বৈঠকে ব্যাপারটা ঠিক হয়। কর্তাদের বক্তব্য, ময়দানের প্রথম সারির কয়েকটা দল ছাড়া বাকি ক্লাবের কোচ কে, খোঁজ পাওয়া যায় না। দ্বিতীয় ডিভিশনে সমস্যাটা আরও প্রকট। তার উপর দিন কয়েক আগে প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার এ ভি জয়প্রকাশ এসে কর্তাদের বলে যান, ময়দানের বেশির ভাল বোলার চাকিংয়ের সমস্যায় ভুগছে। এবং ঠিকঠাক কোচিং না থাকায় সেটা শুধরোনোও যাচ্ছে না। অতএব, সিদ্ধান্ত নেওয়া হয় যে জানুয়ারি মাসের মধ্যে সমস্ত ক্লাবকে নির্দিষ্ট পর্যায়ের কোচ নিয়োগ করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি আরও বলা হচ্ছে, কোচিংয়ের সমস্যা ক্রিকেটারদের ভোগায় যেমন, তেমন চোট-আঘাতও ভোগায়। যার ঠিকঠাক কোনও চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রচুর উঠতি ক্রিকেটারের কেরিয়ারও শেষ হয়ে যায় চিকিৎসার অভাবে। ক্লাবগুলো পঁচিশ জন করে ক্রিকেটার নথিভুক্ত করাতে পারে। তাঁদের প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা বিমার ব্যবস্থা থাকবে। যার প্রিমিয়াম বাবদ প্রত্যেক ক্লাবকে পঁচিশ হাজার টাকা করে দেবে সিএবি। এ ছাড়া ক্লাবগুলোর সার্বিক অনুদান এ বার থেকে বেড়ে যাচ্ছে ১ লক্ষ ১৫ হাজার টাকা। |