পনেরো বছর পর জাতীয় টেবল টেনিসে বাংলার হয়ে একসঙ্গে খেলতে নামবেন দুই তারকা পৌলমী ঘটক ও মৌমা দাস। ছেলেদের বিভাগেও প্রথম বার টিম ইভেন্টে নামবেন সৌম্যদীপ রায়। এ বারের জাতীয় টিটি হবে ৭-১২ জানুয়ারি পটনায়।
পৌলমী-মৌমা-সৌম্যদীপরা এত দিন জাতীয় প্রতিযোগিতায় খেলতে নামতেন অফিস দল পিএসপিবি-র হয়ে। সাত বারের জাতীয় চ্যাম্পিয়ন পৌলমী বাংলার হয়ে শেষ খেলেছেন ১৯৯৮-তে। মাঝে এক বার বাংলার হয়ে তিনি খেলতে চাইলেও নির্বাচক কমিটির সঙ্গে বনিবনা না হওয়ায় নামেননি। গত বছর একই ভাবে নির্বাচকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ‘বাংলার হয়ে আর খেলব না’ বলে দিয়েছিলেন চার বারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা। তা হলে হঠাৎ কেন মতবদল? মৌমা বললেন, “অফিসের হয়ে ব্যক্তিগত ইভেন্টের এন্ট্রি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু যে দুই কোচ এ বার দায়িত্বে আছেন তাদের অনুরোধ ফেলতে পারলাম না। তার উপর সে সব কর্তারা নেই। যাদের নিয়ে সমস্যা হত।” আর পৌলমী বললেন, “বাংলার টেবল টেনিসের অবস্থা ভাল নয়। কোচেরা অনুরোধ করেছিলেন খেলতে রাজি হয়ে গেলাম।” পৌলমীর সামনে ইন্দু পুরির রেকর্ড ছোঁয়ার সুযোগ। ইন্দু আট বার জাতীয় খেতাব জিতেছেন। গত বার ফাইনালে উঠেও পৌলমী ছুঁতে পারেননি সেউ রেকর্ড। রানার্স হয়েছিলেন। বাংলার হয়ে আর কারা খেলবেন এখনও ঠিক হয়নি। কোচ তপন চন্দ এবং মিহির ঘোষ। তপনবাবু বলেন, “আমাদের অনুরোধে বাংলার স্বার্থে ওরা তিন জন খেলতে রাজি হওয়ায় দলগত বিভাগে ভাল ফল করবে। বাকি কারা যাবে কয়েকদিনের মধ্যেই জানা যাবে।” পৌলমী-মৌমা অবশ্য এ বার অফিস টিমে দলগত বিভাগে সুযোগ পাননি। সে জন্যই বাংলার হয়ে নামতে অসুবিধা নেই। |