শুক্রবার কলকাতা লিগে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচের সময়ই কোচের থেকে চার দিনের ছুটি নিয়ে বেড়াতে চলে যাচ্ছেন ইউনাইটেডের র্যান্টি মার্টিন্স। তাঁর কাছে ডেম্পোর প্রস্তাব আছে। ইউনাইটেড ছাড়ার এসএমএসও করেছেন তিনি। এ দিন র্যান্টির সঙ্গে ইউনাইটেড কর্তাদের ফোনে কথা হয়। ইউনাইটেড চাইছে আর্থিক সমস্যা না মিটলে অন্তত ফেড কাপ পর্যন্ত র্যান্টি খেলুন। র্যান্টির নাকি বক্তব্য, তিনি সাফল্য পাচ্ছেন না বলে দলের ক্ষতি হচ্ছে। তাই তিনি রিলিজ চাইছেন।
|
ভারতের বিরুদ্ধে দুটো টেস্টের জন্য সবুজ পিচ তৈরি থাকবে, এখন থেকেই হুঙ্কার নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের। ২০১৪ ফেব্রুয়ারিতে অকল্যান্ড এবং ওয়েলিংটনে দুটো টেস্ট খেলবে ভারত। হেসন জানিয়েছেন, ২০১২-এ ভারতের মাটিতে ০-২ হারের বদলা নিতে চান তাঁরা। “আমাদের পেসাররা যাতে সাহায্য পায়, সে রকম পিচই তৈরি করব। আমাদের পেসাররা কিন্তু যে কোনও ব্যাটিং অর্ডারকে চাপে ফেলে দিতে পারে,” বলছেন হেসন।
|
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক হানিফ মহম্মদের সাহায্যে এগিয়ে এলেন সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ বছর লন্ডনে থেকে যকৃত-ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন হানিফ। গত সপ্তাহে তাঁর ৭৯তম জন্মদিনে হানিফ দুঃখ করেন যে, চিকিৎসার খরচ চালাতে তাঁকে ধার করতে হচ্ছে।
|
জাতীয় মহিলা ডাবলস জেতার চব্বিশ ঘণ্টার মধ্যে তাঁর উপর জাতীয় ব্যাডমিন্টন সংস্থার (বাই) আজীবন নির্বাসনের শাস্তি থেকে মুক্তির পথে জ্বালা গাট্টা। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের সময় তাঁর মন্তব্যের জেরে জ্বালাকে নির্বাসিত করে বাই। পরে বাই প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত প্রস্তাব দেন, জ্বালা তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলে তাঁর শাস্তি তুলে নেবে বাই। সোমবারই জাতীয় ব্যাডমিন্টন ফাইনালের সময় বাই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে মিটমাট করে নেন জ্বালা। পরে তিনি বলেন, “বাই আমার উপর নির্বাসনের খাঁড়া তুলে নিয়েছে। আমিও মামলা তুলে নেওয়ার কথা বলেছি।”
|
ব্যবসায় মন দিলেন জাতীয় দলের বাইরে থাকা হরভজন সিংহ। ‘ভাজ্জি স্পোর্টস’ নামের সংস্থা খেলাধুলোর জামাকাপড় তৈরি করে। চলতি রঞ্জি মরসুমে পঞ্জাব দলকে স্পনসর করছে তারা। “আমি ভাল জামাকাপড় পরতে ভালবাসি। আমার বন্ধু পরামর্শ দেয়, আমি যখন নিজস্ব ব্র্যান্ডের ব্যাটের স্টিকার ব্যবহার করছি, তা হলে নিজস্ব ফ্যাশন লাইন করলে মন্দ হয় না। আইডিয়াটা সত্যিই দারুণ,” বক্তব্য হরভজনের।
|
আলেখিন চেস ক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত ৬-১৪ বছর বয়সিদের দাবা টুর্নামেন্টে প্রথম দিন পাঁচটি রাউন্ড হল। বিভিন্ন বিভাগে এগিয়ে আরিয়ান ঝুনঝুনওয়ালা, তানিশা চট্টোপাধ্যায়, অর্ঘ্যদীপ দাস ও সমীপ রায়, অয়ন্তিকা দাস ও পি সাইরুপা, কৌস্তভ চট্টোপাধ্যায় ও ঋতম নাগ, সুদীপা হালদার, শ্রীজিত পাল, অর্পিতা মুখোপাধ্যায়, সপ্তর্ষি গুপ্ত ও চান্দ্রেয়ী হাজরা। |