চন্দন কাঠ-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রক্তচন্দন কাঠ নিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আরও দুই চিনা যুবক। এ নিয়ে চলতি মাসে চতুর্থ বার আটক হল চন্দন কাঠ। প্রতিবারই রক্তচন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়েছে চিনা যুবকেরা। বিমানবন্দর সূত্রের খবর, সোমবার রাতে কুনমিং যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন হুয়াং হান এবং হুয়াং বিন নামে চিনা দুই ভাই। তাঁদের দেখে হঠাৎ সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তল্লাশি চালিয়ে মেলে ৫৩ কেজি রক্তচন্দন কাঠ। কিন্তু ভাষা নিয়ে সমস্যা হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।
পুরনো খবর: চন্দন কাঠ-সহ বিদেশি পাকড়াও বিমানবন্দরে
|
|
খাবারের সন্ধানে। দুবরাজপুরে তোলা নিজস্ব চিত্র। |
|
হনুমানের তাণ্ডবে জখম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
হনুমানের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে কাটোয়ার পানুহাট এলাকায়। রবিবার বিকেল থেকে সোমবার সকালের মধ্যেই হনুমানের হামলায় পাঁচ জন গুরুতর জখম হয়েছেন। আতঙ্কে ছুটে পালাতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েও আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে ছাদে বসে পড়ছিল নবম শ্রেণির এক ছাত্রী। পিছন থেকে একটি হনুমান হামলে পড়ে কান ছিড়ে দেয় তার। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো রয়েছে ওই ছাত্রীকে। আর এক আক্রান্ত বাবলু দেবনাথ বলেন, “আমার ফাস্ট ফুডের দোকান রয়েছে। সেখানে হনুমানের হামলায় গুরুতর জখম হয়েছি আমি।” মঙ্গলবারই স্থানীয় বাসিন্দারা বন দফতরের কাটোয়া রেঞ্জে স্মারকলিপি দিয়ে হনুমানটিকে ধরার অনুরোধ জানান। আজ, বুধবার বন দফতর পানুহাটে গিয়ে বিষয়টি দেখবে।
|
পাচারের জন্য নিয়ে যাওয়া কাঠ বোঝাই একটি ছোট গাড়ি আটক করল বন দফতর। রবিবার রাতে শাল কাঠের পাটাতন ভর্তি ওই গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা গাড়িটিকে তাড়া করলে চালক দেওয়ানহাটের কাছে গাড়ি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। বন দফতর জানিয়েছে, আটক কাঠের দাম প্রায় ৫০ হাজার টাকা।
|
|
কলেজ স্কোয়ারে পাখির প্রদর্শনী।—নিজস্ব চিত্র। |
|