|
|
|
|
মুজফফরনগর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে মুলায়ম
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২৪ ডিসেম্বর |
মুজফ্ফরনগরের শরণার্থী শিবিরে এখন কেবল কংগ্রেস ও বিজেপি সমর্থকেরা আছে বলে মন্তব্য করলেন মুলায়ম সিংহ যাদব। তাঁর দাবি, রাহুল গাঁধী এই বিষয়টি নিয়ে রাজনীতি চালিয়ে যেতে চান। শরণার্থী শিবিরে থেকে তাঁর সমর্থকরা সেই ‘ষড়যন্ত্র’কেই মদত দিচ্ছে। মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষের পরে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বহু পরিবার। সম্প্রতি মুজফ্ফরনগর সফরে যান রাহুল গাঁধী। তাঁকে বহু পরিবার জানায়, ভয়েই তারা এখনও নিজেদের গ্রামে ফিরতে পারেনি। পরে দিল্লিতে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল জানান, যে দল এই ভয়ের রাজনীতি করছে তার বিরুদ্ধেই তাঁর লড়াই।
এই পরিস্থিতিতে মুলায়মের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, উত্তরপ্রদেশে সংখ্যালঘু ভোটে থাবা বসানোর ক্ষেত্রে মুজফ্ফরনগর যে রাহুলকে সাহায্য করতে পারে তা মুলায়ম তথা সমাজবাদী পার্টির কাছে স্পষ্ট। শরণার্থী শিবিরগুলির দুরবস্থা ও ঠান্ডায় শিশুমৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখেও পড়তে হয়েছে মুলায়মের ছেলে অখিলেশের সরকারকে। এই মন্তব্য করে মুলায়ম বোঝাতে চেয়েছেন, মুজফ্ফরনগর নিয়ে ষড়যন্ত্র চলছে। তাঁরা সংখ্যালঘুদের প্রকৃত দরদী। মুলায়মের মন্তব্যের প্রতিক্রিয়া দেখে অনেকেরই মত, এই মন্তব্য নিয়ে বিপাকে পড়তে পারে সমাজবাদী পার্টি। ধর্মগুরু মেহমুদ মাদানির মতে, “মুলায়ম মানসিক ভারসাম্য হারিয়েছেন। নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা সফল হবে না। সংঘর্ষে ক্ষতিগ্রস্তরা সুবিচার পাননি।” কংগ্রেস মুখপাত্র মীম আফজলের বক্তব্য, “সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের মুলায়ম ষড়যন্ত্রকারী বলবেন তা ভাবিনি।” বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডির বক্তব্য, “ইউপিএ সরকার মুলায়মের মদতে টিকে আছে। এখন রাহুলের রাজনীতির সমালোচনা করে স্ববিরোধী কাজ করছেন।” |
|
|
|
|
|