|
|
|
|
দলে বিদ্রোহ, অণ্ণার সঙ্গে দূরত্বও ঘুচল না অরবিন্দের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৪ ডিসেম্বর |
কংগ্রেসকে পর্যুদস্ত করেছেন। বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে সরকারও গড়ছেন দিল্লিতে। কিন্তু গুরু অণ্ণা হজারের সঙ্গে ব্যবধান মেটাতে এখনও অসফল অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে আজ দলে বিদ্রোহের মুখেও পড়েছেন তিনি।
জন লোকপাল বিল পাশের দাবিতে রামলীলা ময়দান থেকেই আন্দোলন শুরু করেছিলেন অণ্ণা ও তখন তাঁর অন্যতম সহযোগী অরবিন্দ। শপথ গ্রহণের জন্য সেই রামলীলা ময়দানকেই বেছেছেন অরবিন্দ। তিনি চেয়েছিলেন, শপথ অনুষ্ঠানে হাজির থাকুন অণ্ণা। সম্প্রতি লোকপাল বিল নিয়েই তাঁদের মধ্যে মতভেদ হয়েছিল। সংসদে কেন্দ্রের আনা লোকপাল বিল সমর্থন করেছিলেন অণ্ণা। কিন্তু ওই বিল না-পসন্দ ছিল অরবিন্দদের। আজ রালেগণ সিদ্ধী থেকে অণ্ণা জানান, রামলীলায় যাওয়ার প্রশ্নই নেই। তা ছাড়া আমি আমন্ত্রণও পাইনি।” তবে শপথের দিন অরবিন্দের সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানান অণ্ণা। মন্ত্রিসভা গড়া নিয়েও দলে বিদ্রোহের মুখে পড়েছেন অরবিন্দ। আজ সকাল থেকেই বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। মন্ত্রীদের নাম চূড়ান্ত হওয়ার পরে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন কংগ্রেসি তথা লক্ষ্মীনগরের বিধায়ক বিনোদ বিন্নি। মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় বৈঠকে ক্ষোভ জানান বিন্নি। আজ প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, আগামিকাল সাংবাদিক বৈঠক করবেন।
আপ নেতা জানিয়েছেন, বিন্নিকে ঠান্ডা করার চেষ্টা চলছে। তাঁকে স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মণীশ সিসৌদিয়ার বক্তব্য, “বিন্নি ক্ষুব্ধ বলে আমার জানা নেই। তাঁকে দলের অন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা তিনি করবেন।” |
|
|
|
|
|