দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডে কলকাতা পুরসভার জমিতে নির্মিত কমিউনিটি সেন্টার নিজস্ব স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠল স্থানীয় কংগ্রেস কাউন্সিলর মালা রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার পুরসভার অধিবেশনে তৃণমূল কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায় প্রস্তাব আনেন, পুরসভার ওই জমিতে একটি বেসরকারি সংস্থা পুরসভার নিয়ম না মেনে কী ভাবে কমিউনিটি হল অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়ে ব্যবসা করছেন তা দেখতে। এই প্রস্তাবের উত্তরে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “পুরসভার কোনও নিয়ম না মেনে তৎকালীন মেয়র পারিষদ মালা রায় ওই জমি একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেন। তারাই কমিউনিটি সেন্টার নির্মাণ করে ব্যবসা করছে। পুরসভার জায়গা অন্য কোনও সংস্থা বা ব্যক্তি পুর-নিয়ম না মেনে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। জমি ফেরত পেতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারও এ দিন ঘটনার সমালোচনা করেন। কাউন্সিলর মালা রায় বলেন, “এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও মেয়র পারিষদ বা কাউন্সিলর পুরসভার অনুমতি ছাড়া পুর-সম্পত্তি কোনও স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিতে পারে না। ২০০৩ সালে শর্ত সাপেক্ষে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতি মেনেই দেওয়া হয়েছিল। এ ছাড়াও এই সংস্থাকে দিয়েই তাঁরা পাম্প হাউস এবং নিকাশির লাইন তৈরি করিয়েছিল। এই বাড়ির একতলা এখনও পুরসভার অফিস হিসেবে ব্যবহার করা হয়। পুরসভা নিজেই তা দেখভাল করবে। যদি প্রমাণ করতে পারে এই সংস্থা বা ঘটনার সঙ্গে যুক্ত তা হলে আমি কাউন্সিলর পদ ছেড়ে দেব।” |