টুকরো খবর
বাসের ধাক্কায় জখম সার্জেন্ট
বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আর জি কর রোড ও ক্যানাল ওয়েস্ট রোডের মোড়ে। আহত সার্জেন্টের নাম পার্থ হালদার। তিনি শ্যামবাজার ট্রাফিক গার্ডে কর্মরত। পুলিশ সূত্রে খবর, এ দিন ডিউটি করার সময়ে একটি বাস পার্থবাবুকে সামনে থেকে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি। প্রথমে তাঁকে আর জি কর হাসপাতাল ও পরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, পার্থবাবুর খুলিতে চিড় ধরেছে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি এতই বেশি ছিল যে ওই সার্জেন্টকে ধাক্কা মারার পরে সেটি একটি ট্যাক্সিকেও ধাক্কা মারে। লালবাজার সূত্রের খবর, পার্থবাবু কলকাতা পুলিশের ১৯৯৯-এর ব্যাচের সার্জেন্ট। এ বছরের গোড়ায় তিনি যাদবপুর ট্রাফিক গার্ড থেকে শ্যামবাজার ট্রাফিক গার্ডে যোগ দেন। বাসটি আটক হলেও চালক পলাতক। অন্য দিকে, এ দিনই আমহার্স্ট স্ট্রিটে বাসের ধাক্কায় মৃত্যু হয় অনিলকুমার বসু (৬৫) নামে এক প্রৌঢ়ের। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাস-সহ চালক পলাতক।

কলেজের ঘটনায় তদন্ত কমিশন
মিল্লি আল আমিন কলেজের কয়েক জন শিক্ষিকাকে সাসপেন্ড করা, কলেজের নানা সমস্যা, শিক্ষিকাদের মধ্যে মারামারি ইত্যাদি বিষয় তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অলক চক্রবর্তীর নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করল কলকাতা হাইকোর্ট। কলেজের পরিচালন সমিতির ২০০৯-এর নিয়ম অনুযায়ী তদন্ত হবে। কলেজের দুই শিক্ষিকা পরভিন কউর মুলিয়া ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁদের সাসপেন্ড করা ও পরিচালন সমিতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন। আবেদনকারীদের সব অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কমিশন ওই তদন্ত-রিপোর্ট সিল করা খামে রেখে দেবেন। কলেজের পরিচালন সমিতির পক্ষে আইনজীবী এক্রামুল বারি জানান, বিচারপতি অশোক দাস অধিকারী রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, ওই শিক্ষিকারা রাজি হলে তাঁদের অন্য কলেজে বদলি করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেখতে হবে ওই শিক্ষিকাদের যেন কোনও আর্থিক ক্ষতি না হয়।

বাসে ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত কন্ডাক্টর
চলন্ত বাসে এক প্রতিবন্ধী মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। কন্ডাক্টর ও বাসচালক গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, ন্যাশনালের সামনে থেকে হাওড়াগামী ১২৮ নম্বর রুটের বাসে ওঠেন জাননগর রোডের বাসিন্দা ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে তিনি বসেন। কিছু পরে তাঁর থেকে ভাড়া চান কন্ডাক্টর কমল ঢালি। মহিলা তখন প্রতিবন্ধী কার্ড দেখিয়ে বলেন, তাঁর ভাড়া দেওয়ায় ছাড় আছে। তিনি মেয়ের ভাড়া দেবেন। মহিলার অভিযোগ, তা সত্ত্বেও কন্ডাক্টর ভাড়া দাবি ও অশালীন আচরণ করেন। প্রথমে ধর্মতলায় ও পরে বাবুঘাটে নামতে গেলে কন্ডাক্টর তাঁকে বাধা দেন বলেও অভিযোগ মহিলার। ওই মহিলা বলেন, “নামতে গেলে কন্ডাক্টর হাত ধরে টেনে তুলে দেয়। বলে, হাওড়ায় নামাবে। চালকও গালিগালাজ করে। তখন স্বামীকে ফোন করে জানাই। হাওড়া গিয়ে বাস থেকে না নেমে পুলিশে ফোন করি।” বিকেল চারটে নাগাদ ক্যানিং স্ট্রিট মোড়ের কাছে এক ট্রাফিক পুলিশকর্মী বাসটি আটক করেন।

প্রেসিডেন্সিতে ‘শ্লীলতাহানি’
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রের বিরুদ্ধে। প্রথম বর্ষের ওই ছাত্রীর তরফে সোমবার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত অনিকেত নন্দী ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগ দায়েরের পর থেকে সে পলাতক।ওই ছাত্রীর অভিযোগ, অক্টোবর মাস থেকে অনিকেত তাঁকে বিশ্ববিদ্যালয় চত্বর-সহ বিভিন্ন জায়গায় শ্লীলতাহানি করেছে। এমনকী, তাঁকে মারধরও করেছে। পুলিশের কাছে ওই ছাত্রীর দাবি, অনিকেত তাঁর বাড়িতে ফোন করে হুমকিও দিয়েছে কয়েক বার। পাশাপাশি, একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ছবি দিয়েও হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ছাত্রীটির সঙ্গে পূর্ব পরিচয় ছিল অনিকেতের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত জানান, ওই ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে উদ্ধার ঝুলন্ত দেহ
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার, মানিকতলা ইএসআই হাসপাতালের শৌচাগারে। মৃত দীনবন্ধু সর্দারের (৫৮) বাড়ি হাওড়ায়। পুলিশ জানায়, হেপাটাইটিসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে ওই হাসপাতালে ভর্তি হন দীনবন্ধুবাবু। এ দিন হাসপাতালের কর্মীরা শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ দেখেন। ওই হাসপাতালেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ দিন অসুস্থতার কারণে অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিনই সকালে শ্যামপুকুর থানা এলাকার এ সি লেনের একটি বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। মৃতের নাম সত্যেন্দ্র সিংহ (৩০)। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। আর জি করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ অনুমান, সত্যেন্দ্রবাবু মানসিক অবসাদে ভুগছিলেন।

ভারা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গড়িয়হাটের হিন্দুস্থান রোডে ভারা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম অমিত গুপ্ত (৩৫)। মঙ্গলবার দুপুরে একটি বাড়িতে ভারার উপরে কাজ করতে করতে তিনি পড়ে যান। এ দিনই বাইপাসে একটি বেসরকারি বাসের ধাক্কায় দুই সাইকেল আরোহী গুরুতর জখম হন।

জেলে গাঁজা
দমদম সেন্ট্রাল জেলে গাঁজার প্যাকেট ঢোকাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক রক্ষী। পুলিশ জানায়, ওই রক্ষীর নাম মনোজ হালদার। জেল সুপার বিপ্লব দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় জেলে ঢোকার সময়েই ধরা পড়ে যান মনোজ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.