বিশেষ পরিষেবা মেলা করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। মঙ্গলবার বেনাচিতির আনন্দধারা প্রেক্ষাগৃহে এই মেলার আয়োজন করা হয়। ছিলেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। সংস্থার সহকারী ম্যানেজার (এইচআর) স্বাগতা পাল জানান, হুকিংয়ের রমরমা রুখতে বেশি করে বৈধ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে জন্যই এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। ৫০টি পরিবারকে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হলেও এ দিন ৯২টি বিপিএল তালিকাভূক্ত পরিবার সংযোগ নিয়েছেন। সপ্তাহ খানেক আগে আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে এমন মেলা করেছিল বণ্টন সংস্থা। সেখানে বিপিএল তালিকাভূক্ত ৫০টি পরিবারকে সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ১৪০টি পরিবার সংযোগের জন্য আবেদন করেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়। সংস্থার দুর্গাপুরের বিভাগীয় বাস্তুকার চন্দনকুমার মণ্ডল জানান, মানুষের সুবিধার জন্য এই ধরনের আরও পরিষেবা মেলার আয়োজন করা হবে।
|
সিঁদ কেটে গুদাম ঘরে ঢুকেও লাভ হল না। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা প্রতিহত করতে গেলে পালাল দুষ্কৃতীরা। ইসিএলের সাতগ্রাম এরিয়া কর্তৃপক্ষ জানান, সোমবার রাত ১২টা নাগাদ জনা কয়েক দুষ্কৃতী এরিয়ার গুদাম ঘরে সিঁদ কেটে ঢোকে। সেই সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তারা একটি গাড়ির চাকা এক নিরাপত্তারক্ষীর দিকে ছুড়ে দেয়। তিনি পড়ে গেলে অন্যরা তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগে পালায় দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের অভিযোগ, এত পুরনো এবং গুরুত্বপূর্ণ গুদামঘরে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। কোথাও কোথাও আগাছায় পরিপূর্ণ। তাঁরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নিরাপত্তারক্ষীরা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
কর্মরত অবস্থায় খনি চত্বরের ভিতরেই দুষ্কৃতীদের হাতে এক খনিকর্মীর খুনের ঘটনায় পুলিশ মৃতের ছেলের শ্বশুরকে গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে ফরিদপুর (লাউদোহা) থানার ঝাঁঝড়া ১ ও ২ ইনক্লাইন খনিতে গলার নলি কেটে খুন করা হয় খনিকর্মী আনন্দগোপাল মণ্ডলকে (৪৬)। তিনি সপরিবারে থাকতেন পাণ্ডবেশ্বরে। সোমবার সকালে ঘটনার তদন্তে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। পরে তিনি জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। আটক করা হয় মৃতের ছেলে সঞ্জীবের শ্বশুর উত্তম লাহাকে। জেরায় অসঙ্গতি পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে রাতে পাণ্ডবেশ্বর থেকে তাকে ধরা হয়। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
|
সাবমার্সিবল পাম্প বসানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
একটি সাবমার্সিবল পাম্প বসানোর দাবি করলেন বাসিন্দারা। বুদবুদ থানার মানকর গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে চাষের জন্য কোনও সেচখালের ব্যবস্থা নেই। রয়েছে একটি ডিপ টিউবওয়েল। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, এলাকাবাসীর কাছ থেকে দাবিপত্র পেলে আলোচনা করে দেখা হবে।
|
বাইক চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মোটরবাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাঁধকানা থেকে রাজু ক্যাওড়া নামে ওই ব্যক্তিকে সোমবার ধরে পুলিশ। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালত ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠান। পুলিশের দাবি, অন্তত ২২টি মোটরবাইক চুরির সঙ্গে জড়িত সে। তাকে জেরা করে ওই মোটরবাইক উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
|
ইসিএলের শংসাপত্র
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বস্ত্রশিল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ জনকে শংসাপত্র দিল ইসিএল। মঙ্গলবার কুনস্তরিয়া এরিয়ার উদ্যোগে এক অনুষ্ঠানে ইসিএলের ওই এরিয়ার জিএম অখিলেশ পাণ্ডে জানান, ইসিএল বিনা খরচে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের সাহায্যে এরিয়ার অন্তর্গত নানা এলাকার ৩৫ জন দুঃস্থ পরিবারের বেকারদের বস্ত্র শিল্পের প্রশিক্ষণ দিয়েছিল। |