সেমিফাইনালে রাজনন্দিনী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রথতলা প্রভাত প্রগতী সঙ্ঘ আয়োজিত আমন্ত্রনমূলক রাজ্যে ক্রিকেটের সেমিফাইনালে উঠল রাজনন্দিনী ও কলকাতা অ্যানেক্স। প্রথম কোয়ার্টার ফাইনালে রাজনন্দিনী ক্লাব ১ রানে পূর্ব মেদিনীপুরের বাসন্তি মহামেডান স্পোর্টিং ক্লাবকে ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অ্যানেক্স ৪৫ রানে শ্যামসুন্দরের হোয়াইট ম্যাস্কটকে হারায়। মধ্যপ্রদেশের ইন্দোর-সহ ১৬টি দল যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার দত্তাত্রেয় মুখোপাধ্যায়। ছিলেন পুরপ্রধান স্বরূপ দত্ত ও স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস। বুধবার দুপুরে ফাইনাল হবে।
|
জিতল দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত সাব ডিভিশন সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে দুর্গাপুর মহকুমা ৩৭০ রানে কাটোয়া মহকুমাকে হারায়। মঙ্গলবার খেলাটি হয় আসানসোল রেল মাঠে। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ৩ উইকেটে ৪১৬ রান করে। বিশাল ঘোষ ১২২, সৌম্যব্রত নাথ অপরাজিত ১৫৭ ও সানুকুমার সিংহ ৬৬ রান করে ও বল হাতে ১২ রানে চারটি উইকেট নেয়। জবাবে কাটোয়া ১৮.২ ওভারে ৪৬ রানেই গুটিয়ে যায়। এই মাঠের সোমবারের খেলায় দুর্গাপুর ৯৬ রানে বর্ধমান সদরকে হারায়।
|
জয়ী আইসি একাদশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা পুলিশ আয়োজিত পাড়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান আইসি একাদশ। ফাইনালে তারা এসডিপিও সদর সাউথ একাদশকে ২-০ গোলে হারায়। জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ওই খেলায় গোল দু’টি করেন বিপূন হাঁসদা। প্রতিযোগিতায় ‘ফেয়ার প্লে’ ট্রফি পেয়েছে এসডিপিও কালনা একাদশ।
|
হারল রামপ্রসাদপুর
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হয় আয়োজক সংস্থা। বক্তারনগর মাঠে তারা রামপ্রসাদপুর সিসিকে ১৪ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে বক্তারনগর ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে। জবাবে রামপ্রসাদপুর ৯৮ রানে গুটিয়ে যায়।
|
জিতল জাগৃতী
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
ফাইভস্টার আরসি আয়োজিত ক্রিকেটে মঙ্গলবার জয়ী হয় জাগৃতী সঙ্ঘ। তারা এইচসিএলএইচএস মাঠে জামগ্রাম এসএসকে ৪ উইকেটে হারিয়ে দেয়। জামগ্রাম প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে জাগৃতী ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। |