না জানিয়ে ডাকঘরের স্থান পরিবর্তন করা হয়েছে, এই অভিযোগে সোমবার বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। কাঁকসার মাধবমাঠ এলাকার বাসিন্দারা দাবি করেন, হঠাৎ করেই ডাকঘরের জায়গা বদল করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন তাঁরা। অথচ ডাক বিভাগের দাবি, আগাম নোটিস দিয়েই ডাকঘরের জায়গা পরিবর্তন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাঁকসার মাধবমাঠ এলাকার ডাকঘরটি স্থানান্তরিত করে কাঁকসার হাটতলায় একটি ঘরে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সেই খবর জানতেন না। ফলে সোমবার যারা ডাকঘরে এসেছিলেন, তাঁরা তালাবন্ধ ডাকঘরের সামনে বসেছিলেন। না জানিয়ে ডাকঘরের স্থান পরিবর্তন করার সিদ্ধান্তে তাঁরা হতাশ, জানান এলাকাবাসীরা। এমনই একজন বিষ্ণু বাগদি বলেন, “প্রথমে ডাকঘরটি তালাবন্ধ অবস্থায় দেখে ভাবি একটু পরে হয়তো সেটি খোলা হবে। কিন্তু বেশ কিছু সময় পরে জানতে পারি ডাকঘরটি এখান থেকে সরিয়ে কাঁকসা হাটতলায় স্থানান্তরিত করা হয়েছে।” শুধু বিষ্ণবাবু নন, এ দিন অনেকেই মাধবমাঠ এলাকার ওই ডাকঘরে এসে ফিরে যান। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন আগে থেকেই এই ডাকঘরটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা চলছিল। তখন তাঁরা এটি মাধবমাঠ থেকে না সরানোর জন্য একটি দাবিপত্রও করেছিলেন ডাক বিভাগের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ডাকঘরটি সরিয়েই নেওয়া হল। ডাকঘরের স্থানান্তরের বিষয়ে জেলা পোস্ট অফিস ইন্সপেক্টর বিভারানী মুর্মু জানান, ডাকঘরটি স্থানান্তরের নোটিস দেওয়া হয়েছিল। সেই মতো সেটির জায়গা পরিবর্তন করা হয়েছে। |