মারা গেলেন পুরুলিয়ার ভাষা আন্দোলনের এক সৈনিক। লোকসেবক সঙ্ঘের তরফে জানানো হয়েছে, চিন্টু মাহাতো নামে ওই সৈনিক রবিবার ভোরে মানবাজার থানার বিজয়ডি গ্রামে বাপের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫। তিনি বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন। সঙ্ঘের সচিব সুশীল মাহাতো জানান, ১৯৫৬-এর বঙ্গভুক্তি আন্দোলনে মানভূম জননী লাবণ্যপ্রভা দেবীর সঙ্গে কলকাতায় জেল খেটেছিলেন।
|
সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস উপলক্ষে রবিবার দুপুরে রাইপুরের কমিউনিটি হলে একটি অনুষ্ঠান হয়েছে। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ। রাইপুর ব্লক সম্পাদক ভূষণ বাস্কে জানান, অনুষ্ঠানে সাঁওতালি নৃত্য, আবৃত্তি ছাড়াও আলোচনাসভা হয়েছে।
|
সতীঘাট এলাকার লোখাতোড়া শ্মশানকালীর মন্দিরে চুরি হয় রবিবার। ওই শ্মশান কমিটির কোষাধ্যক্ষ দিলীপ অগ্রবাল বলেন, “এর আগে কখনও মন্দিরে চুরি হয়নি। দোষীদের কড়া শাস্তির দাবি করছি।”
|
গাঁজা রাখার অভিযোগে এক শিক্ষাকর্মীকে শনিবার গ্রেফতার করল পুলিশ। ধৃত মনবোধ মণ্ডলের বাড়ি হুড়ায়। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে জেলহাজত হয়। |