প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে’র গানেই ভাসল যুব উৎসবের সন্ধ্যা। রবিবার স্থানীয় পঞ্চায়েত সংলগ্ল মাঠে ছিল দু’দিন ব্যাপী কাশীপুর ব্লক বিবেক চেতনা উৎসবের শেষ দিন। উপস্থিত ছিলেন শিল্পী প্রদীপ বিশ্বাস, রাধাকান্ত নন্দীর নাতি অচিন্ত্য নট্ট প্রমুখ। এ ছাড়াও, ওই দিন জয়পুরের সপ্তর্ষির উপস্থাপনায় ছিল নাটক ‘বিবেকে বিবেকানন্দ’। ব্লক যুব আধিকারিক অভিজিৎ বিশ্বাস, জানান, সুশান্ত রক্ষিত ও ভুবন বাউরি নামে এলাকার দুই যুবককে বিবেকানন্দের নামাঙ্কিত পুরস্কারে সম্মনিত করা হয়। কারণ, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পঞ্চকোট রাজবংশের মন্দিরে চুরির ঘটনা ঘটে। |
ওই রাতেই বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় সন্দেহজনক চার জনকে দেখে তাড়া করে চুরি যাওয়া একাধিক মূর্তি উদ্ধার করেন ওই যুবক। আর ভুবন এলাকারই এক চাষির নাতনির বিয়ের টাকা বাসস্ট্যান্ডে কুড়িয়ে পান এবং ওই চাষিকে খুঁজে তাঁর হাতে সেই টাকা ফিরিয়ে দেন। রবিবার জয়পুর ও পুরুলিয়া ২ ব্লকে শেষ হয়েছে এই উৎসব। সোমবার থেকে পুরুলিয়া পুর-এলাকায়, হুড়া ব্লকে শুরু হয়েছে বিবেক চেতনা উৎসব। |