কৃষির উৎপাদনশীলতা বাড়াতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে কৃষির সরঞ্জাম দিতে শুরু করেছে কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিএডিসি) বা সামগ্রিক এলাকা উন্নয়ন পর্ষদ। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীন এই পর্ষদ থেকে ইতিমধ্যেই গোপালনগর ১, শিমুলপুর, বেড়াচাঁপা ১ ও চাকলা— এই চার পঞ্চায়েত এলাকার মহিলাদের কৃষি সরঞ্জাম দেওয়া হয়েছে। ভবিষ্যতে জেলার অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাদের মধ্যেও একই ভাবে কৃষি সরঞ্জাম দেওয়া হবে বলে জানান পর্ষদের উত্তর ২৪ পরগনার চেয়ারম্যান ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস।
তিন বিঘা জমি রয়েছে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের তাহমিনা বিবির। স্বামীর সঙ্গে তিনিও খেতে কৃষিকাজ করেন। জেলার গ্রামীণ এলাকায় এ রকম বহু মহিলাই স্বামীর সঙ্গে সমান দক্ষতায় কৃষিকাজ করেন। লাঙল দিয়ে জমি তৈরি থেকে বীজ ছড়িয়ে খেতের পরিচর্যা, ধান কাটা-ঝাড়া, সবেতেই রয়েছে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। তাঁদের পরিশ্রম কমাতে ও কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হ্যান্ড ট্রাক্টর, ধান ঝাড়ার মেশিন, পাম্প সেট, স্পেয়ার প্রভৃতি দেওয়া হচ্ছে পর্ষদ থেকে। বিশ্বজিৎবাবু বলেন, “জেলার গ্রামগুলিতে বহু মহিলা কৃষি কাজে যুক্ত। তাঁদের শারীরিক পরিশ্রমও খুব বেশি হয়। কৃষি সরঞ্জাম পেলে তা অনেকটাই কমবে। এছাড়াও কৃষির উৎপাদন বাড়ানো ও কৃষি কাজের আধুনিকীকরণ আমাদের লক্ষ্য।” |