আলমারি ভেঙে ব্যাঙ্কে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। বেলডাঙা থানার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মির্জাপুর শাখার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ব্যাঙ্কের দরজা খুলে দেখা যায়, চারটি আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। তবে মূল ভল্টটি ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শনিবার বা রবিবার রাতে এই ঘটনা ঘটেছিল। কিন্তু এই দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় কারও নজরে পড়েনি। সোমবার ব্যাঙ্ক খুলতেই বিষয়টি নজরে আসে। ব্যাঙ্কের ম্যানেজার বাঁকা রায় ঘোষ বলেন, “গ্রাহকরা এই ঘটনায় কিছুটা উদ্বিগ্ন।” পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
রেল স্টেশনে প্ল্যাটফর্ম সংস্কারের কাজে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সোমবার সকালে কাজ চলাকালীন বাধা দেন তাঁরা। ওই বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মানের ইট, বালি দিয়ে কাজ করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে নিয়ম মেনে কাজও করা হচ্ছে না। এ প্রসঙ্গে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’’
|
বহরমপুর পুরসভার উপ-পুরপ্রধান নির্বাচিত হলেন মইনুদ্দিন চৌধুরি বাবলা। তিনি ২৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। ৫৬ বছর বয়সি বাবলার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। বাবলা বলেন, “ছাত্র জীবন থেকে পারিবারিক সূত্রে কংগ্রেসের যুক্ত থাকলেও ভোটে এ বারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হই। সাংসদ অধীর চৌধুরির নির্দেশ মেনে উপ-পুরপ্রধান হলাম।”
|
নওদা থানার গঙ্গাধারী জুনিয়ার হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বামফ্রন্ট জয়ী হল। রবিবার এই নির্বাচনে মোট তিনটি আসনের মধ্যে দু’টিতে জয়ী হয় বামেরা। একটিতে জয় পেয়েছে কংগ্রেস। এর আগে এখানে ক্ষমতায় ছিল বামেরাই।
|
দিন কয়েক আগে শক্তিপুরে হাতাহাতির সময়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর এক জেলা পরিষদ এক সদস্যার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তোলা হলেও নেতা তা উড়িয়ে দিয়েছেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।
পুরনো খবর
• কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, জখম দুই
• কংগ্রেস কর্মী-সমর্থকদের মারধরে অভিযুক্ত তৃণমূল |