কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, জখম দুই
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
একশো দিনের কাজ নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও কংগ্রেস সমর্থকরা। বৃহস্পতিবার ডোমকল থানার কামুড়দায়াড় গ্রামের ঘটনা। বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে। ঘটনায় জখম হয়েছিলেন তিনজন। পুলিশ জানিয়েছে, বুধবার একশো দিনের কাজ নিয়ে প্রথমে সমস্যার সূত্রপাত। প্রথমে বচসা শুরু হলেও তা গড়ায় হাতাহাতিতে। বুধবারের গণ্ডগোলের পর বৃহস্পতিবার ফের বাধে ঝামেলা। শুরু হয় গুলি ও বোমার লড়াই। |
কংগ্রেসের এই মিছিল ঘিরেই বৃহস্পতিবার ঝামেলার শুরু (বাঁ দিকে)।
এক
পুলিশ কর্মীকে ধমক দিচ্ছেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর (ডান দিকে)। ছবি: গৌতম প্রামাণিক। |
ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।” ব্লক কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহের দাবি, “ওই এলাকায় কিছুদিন আগে একটি স্কুলে নির্বাচন হয়েছে, সেখানে আমরা জিতেছি। রবিবার কামুড়দেয়াড়ে আরও একটি মাদ্রাসার নির্বাচন। সেখানে হার বুঝতে পেরে তৃণমূল এমন করছে।” তৃণমূলের ডোমকল ব্লকের সভাপতি কমলেশ সেনগুপ্ত বলেন, ‘‘ওই এলাকায় কংগ্রেসে ধস নেমেছে। ফলে কংগ্রেস সন্ত্রাস ছড়াতে চাইছে।’’
|
দুষ্কৃতী হানা শান্তিপুরে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা শান্তিপুরের দত্ত বাড়িতে ঢুকে কয়েক ভরি সোনা, কয়েক হাজার টাকা ও একটি মোটরবাইক নিয়ে চম্পট দেয়। বুধবার রাতে শান্তিপুর শহরের লেনিন সরণিতে কাপড়ের ব্যবসায়ী কৃষ্ণপদ দত্তের বাড়িতে চড়াও হয় সশস্ত্র চার দুষ্কৃতী। কৃষ্ণপদবাবুর বক্তব্য, ‘‘দুর্বৃত্তেরা প্রথমে আমরা ছেলেকে পিস্তল দেখায়। তারপর স্ত্রী, মেয়ে ও আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি নেয় এক ঘণ্টা ধরে লুঠপাট চালায়।” বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণপদবাবু এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, ‘‘ তদন্ত চলছে।’’
|
ভরদুপুরে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ভরদুপুরে এক বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের গোডাউন কলোনী এলাকার ঘটনা। এ দিন ওই বৃদ্ধা স্নানের পর বাড়িতে রোদ পোহাচ্ছিলেন। হঠাৎ দু’জন দুষ্কৃতী মোটরবাইকে এসে বাড়িতে ঢুকে তাঁর গলা থেকে হার ছিনতাই করে চম্পট দেয়।
|
হেরোইন পাচারের দায়ে বৃহস্পতিবার তিনজনকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন কৃষ্ণনগর বিশেষ আদালতের বিচারক শম্পা দত্ত পাল। সাজাপ্রাপ্ত ইলাহি শেখ, আনসুর আলি শেখ ও বাবর আলি শেখ হাটগোবিন্দপুরের বাসিন্দা। সরকারী আইনজীবী মিলন সরকার বলেন, ‘‘২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি পাঁচখোলা বাসস্ট্যান্ড থেকে ৪৫০ গ্রাম হেরোইন-সহ ওই তিনকে পাকড়াও করে পুলিশ। এ দিন বিচারক ধৃতদের সাজা দিলেন।’’
|
|
সামনে বড়দিন। চলছে তারই কেনাকেটা। কৃষ্ণনগরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
|
হাটের পথে। বেলডাঙায় তোলা ছবি। ছবি: গৌতম প্রামাণিক। |
|