টুকরো খবর
বধূ নির্যাতনে গ্রেফতার স্বামী
পণের দাবিতে স্বামীর মারধর, আর তার জেরে গর্ভপাতের মতো গুরুতর অভিযোগ করলেন এক বধূ। তপতী জানা নামে ভগবানপুরের ওই বধূর অভিযোগের ভিত্তিতে রবিবার বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে স্বামী শশাঙ্ক জানাকে। বধূ নির্যাতনের পাশাপাশি গর্ভপাতে দায়ী করে ৩১৩ ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভবানীপুর থানা। রেলকর্মী শশাঙ্ককে সোমবার হলদিয়া এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে প্রেম করার পর চলতি বছরের মার্চ মাসে সবংয়ের বাসিন্দা তপতীর সঙ্গে বিয়ে হয় ভগবানপুর থানার পশ্চিমবাড় গ্রামের শশাঙ্ক জানার। বিয়ের পর রেলে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে বর্ধমানে কাজে যোগ দেন শশাঙ্ক। তপতীর অভিযোগ, চাকরি পাওয়ার পর শশাঙ্ক ও তাঁর বাড়ির লোকজন পণ চেয়ে অত্যাচার শুরু করেন। স্থানীয় ভাবে সালিশি করেও সমস্যার সমাধান না হওয়ায় তপতী হলদিয়ার ভবানীপুর থানার বড়বাড়ি এলাকায় মাসির বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, তাঁর স্বামী আত্মীয় বাড়িতে এসেও অত্যাচার করতেন। গত ৬ সেপ্টেম্বর শশাঙ্ক মারধর করার পরে গর্ভপাত হয় বলে অভিযোগ তপতীর। দীর্ঘ দিন হলদিয়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০ ডিসেম্বর ভবানীপুর থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন তপতী।

টাকা তছরুপের অভিযোগে ধৃত
দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমিতির প্রায় পাঁচ লক্ষ টাকা তছরুপের অভিযোগে সমিতির ম্যানেজার সুভাষ পাত্রকে রবিবার গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। এ দিনই তাঁকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সুভাষবাবু দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমিতির কাঁথি সুপার মার্কেট শাখার কোষাধ্যক্ষ তথা ম্যানেজার ছিলেন। তিনি কাঁথি থানার পূর্ব গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। গত ৪ অগস্ট সুভাষবাবু আচমকা সমিতির শাখা অফিসে তালা লাগিয়ে বেপাত্তা হয়ে যান। খোঁজ নিয়ে জানা যায়, সুভাষবাবু সমিতির সুপার মার্কেট শাখা থেকে ৪ লক্ষ ৯৬ হাজার টাকা তছরুপ করে উধাও হয়ে গিয়েছেন। প্রায় চার মাস পরে কাঁথি থানার পুলিশ সুভাষবাবুকে ধরল।

মৎস্যজীবীদের পাঁচশো বাড়ি গীতাঞ্জলী প্রকল্পে
জেলার মৎস্যজীবী পরিবারগুলির জন্য গীতাঞ্জলি আবাসন প্রকল্পে ২০১৩-১৪ আর্থিক বছরে ৫০০টি বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস জানান, জেলার ২৫টি ব্লকের বাড়ি তৈরির তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী তমলুকে ১২টি, পটাশপুর-১, হলদিয়া, ময়না, নন্দকুমার, শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া-১ ও কোলাঘাট ব্লকের প্রতিটিতে ৯টি করে ও বাকি ১৭টি ব্লকের প্রতিটিতে ২৫টি করে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক একটি বাড়ির জন্য ব্যয় হবে ১ লক্ষ ৬৭ হাজার টাকা। প্রকল্পের জন্য মোট বরাদ্দ হয়েছে ৮ কোটি ৩৫ লক্ষ টাকা।

খালে তলিয়ে নিখোঁজ বালক
স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বালক। নাম রাকেশ সামুই। রবিবার বিকেলে চন্দ্রকোনা থানার রাসকা গ্রামের ঘটনা। এ দিন বিকেলে স্থানীয় কেঠিয়া খালে স্নান করতে গিয়ে আচমকা সে তলিয়ে যায়। সোমবার ডুবুরি নামিয়ে রাকেশের সন্ধানে খোঁজ শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি।

তিন লক্ষ টাকা ফেরালেন দোকানি
মুদির দোকান থেকে মাসে মেরে-কেটে তিন হাজার টাকাও আয় হয় না। তবুও দোকানের সামনে কুড়িয়ে পাওয়া তিন লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন চণ্ডীপুরের নারায়ণদাড়ি গ্রামের বিশ্বনাথ জানা। টাকা পেয়ে ভগবানপুরের পরচুলা ব্যবসায়ী শেখ সালাউদ্দিনের প্রতিক্রিয়া, “আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।”

দুর্ঘটনায় মৃত্যু
মিনি ট্রাক উল্টে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর। আহত আরও সাত জন। মৃতের নাম লক্ষ্মীকান্ত দাস (৪৫)। বাড়ি চন্দ্রকোনা থানার গোলঘাটা গ্রামে। সোমবার চন্দ্রকোনা থানার পলাশচাবড়িতে দুর্ঘনাটি ঘটে।

খুলছে কলেজ
আজ, মঙ্গলবার খুলছে পাঁশকুড়া বনমালী কলেজ। ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গত বৃহস্পতিবার থেকে ঝামেলা চলছিল কলেজে। শুক্রবার কিছু অধ্যাপককে হুমকি দেওয়া হয়। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের নোটিস দেন কর্তৃপক্ষ। সে দিনই কলেজ খোলার জন্য ব্যবস্থা হবে, বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.