|
|
|
|
আসরে জেলা সভাপতি, ব্লক সভাপতির পদে বহাল অজিত |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
তৃণমূল ব্লক সভাপতির পদেই বহাল থাকলেন অজিত দে। দলের জেলা নেতৃত্ব পদত্যাগপত্র গ্রহণ না করায় অজিতবাবুই ঘাটাল ব্লক সভাপতির দায়িত্ব পালন করবেন।
রবিবার ঘাটালে এসে দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “দলের মধ্যে একটা সমস্যা হয়েছিল। আমি নিজে ঘাটালে গিয়ে সমস্যা মিটিয়ে দিয়েছি। অজিতবাবুই ব্লক সভাপতি হিসাবে কাজ করবেন।” এই প্রসঙ্গে অজিত বাবু বলেন, “এ ব্যাপারে আর আমি কোনও মন্তব্য করব না। দলীয় নেতৃত্ব আমাকে ফের দায়িত্ব দিয়েছেন, তাই আমি ওই পদেই কাজ করব।”
দলীয় সূত্রে খবর, সম্প্রতি ঘাটাল টাউন হলে ব্লকের সদ্য নির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি সভায় দলীয় কোন্দলের কথা তুলে অজিতবাবু ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। ওই সভায় উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই-সহ মহকুমার দলীয় নেতৃত্বও। অজিতবাবুর ঘোষণা ঘিরে দলে আলোড়ন শুরু হয়। অজিতবাবুর সঙ্গে দেখা করে শঙ্করবাবু তাঁকে ব্লক সভাপতির পদে থাকার আর্জি জানান বলে খবর। কিন্তু তারপরেও সমস্যা না মেটায় আসরে নামতে হয় দলের জেলা সভাপতিকে।
সূত্রের খবর, দলেরই একটি গোষ্ঠী তাঁকে ওই পদে না রাখার চেষ্টা করছিলেন। অন্য দিকে, দলের একাংশ অজিতবাবুকেই ব্লক সভাপতি পদে চাইছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হওয়ায় দলের রাজ্য নেতৃত্বের কাছেও খবর যায়। দলীয় সূত্রে খবর, অজিত দে-কে ব্লক সভাপতি পদে ফিরিয়ে না আনলে তাঁর অনুগামীরা একজোট হয়ে দল থেকে পদত্যাগ করবেন বলে নেতৃত্বের কাছে খবর যায়। নাম প্রকাশে অনিচ্ছুক দলেরই এক জেলা স্তরের নেতা বলেন, “এই কথা জানাজানি হওয়ার পরই লোকসভা ভোটের আগে দলের ভাবমূর্তি ঠিক রাখতে তড়িঘড়ি জেলা সভাপতি ঘাটালে এসে ফের অজিতবাবুকে ব্লক সভাপতির পদে থাকার আর্জি জানান। অজিতবাবু তাতে সম্মতিও দেন।” শঙ্করবাবু বলেন, “আমি দলীয় কর্মীদের কথা দিয়েছিলাম যে, অজিতবাবুই দলের ঘাটাল ব্লকের সভাপতি থাকবেন। সেটাই হওয়ায় আমি খুশি।” |
|
|
|
|
|