|
|
|
|
পুলিশ পাহারায় উড়ালপুলের কাজ শুরু ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অবশেষে পুলিশের পাহারায় ঝাড়গ্রাম শহরে অসমাপ্ত উড়ালপুলের কাজ ফের শুরু হল। সোমবার নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন ঝাড়গ্রামের নতুন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব এবং এসডিপিও (ঝাড়গ্রাম) বিবেক বর্মা। দুর্গেশবাবু বলেন, “ঝাড়গ্রামবাসীর বহু প্রতীক্ষিত এই উড়ালপুলের কাজ বন্ধ করার জন্য নানা ভাবে অপচেষ্টা করা হয়েছিল। পুরবোর্ড গঠনের পর আমরা উড়ালপুলের কাজ যাতে শুরু করা যায়, সেজন্য সংশ্লিষ্ট মহলে তদ্বির করে যথাযথ পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা কথা রেখেছি। আগামী দিনে কেউ কাজ বন্ধ করার অপচেষ্টা করলে আমরা পথে নেমে মোকাবিলা করব।” ঝাড়গ্রামের মহকুমাশাসক এস অরুণপ্রসাদ জানান, আগামী তিন-চার মাসের মধ্যে উড়ালপুলের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
বিধানসভা ভোটের আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে উড়ালপুল তৈরির আশ্বাস দিয়েছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে ২০১১ সালের অগস্টে ঝাড়গ্রাম শহরের মেন রেলওয়ে ক্রশিং সংলগ্ন ৫ নম্বর রাজ্য সড়কে দীর্ঘ প্রতীক্ষিত উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। রেলের তরফেই টেন্ডার ডেকে একটি ঠিকাদার সংস্থাকে নিয়োগ করা হয়। প্রায় ৮৫ শতাংশ কাজ হওয়ার পরে চলতি বছরের জানুয়ারি মাসে উড়ালপুল তৈরির বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাটি রেল কর্তৃপক্ষকে জানায়, ঝাড়গ্রাম শহরের জুবিলি বাজার সংলগ্ন মেন রোডের স্থানীয় ব্যবসায়ীদের একাংশের আপত্তিতে উড়ালপুলের দক্ষিণ প্রান্তের গার্ড ওয়াল তৈরির কাজ করা সম্ভব হচ্ছে না। |
|
শুরু হল উড়ালপুলের কাজ। ছবি: দেবরাজ ঘোষ। |
এ দিকে, নির্মীয়মান উড়ালপুলটির জন্য গত দু’বছর ধরে মেন রেল ক্রশিং সংলগ্ন প্রধান রাস্তার একটি অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শহরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সরাসরি যানবাহনের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। তাই উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার দাবিতে গত দশ মাসে শাসক তৃণমূল ও সিপিএম প্রভাবিত গণ সংগঠনগুলি অবস্থান-বিক্ষোভ করেছে বারবার। এ বার পুরভোটের প্রচারেও উঠে এসেছিল অসমাপ্ত উড়ালপুলের প্রসঙ্গ। পুরভোট শেষ হওয়ার পরে অসমাপ্ত উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। গত ৩০ নভেম্বর রেল ও পূর্ত দফতরের আধিকারিক এবং ঝাড়গ্রামের ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নিজের দফতরে এক বৈঠক ডাকেন ঝাড়গ্রামের মহকুমাশাসক। আলোচনা চলাকালীন মেন রোড ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের পাশাপাশি, বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন ওয়াকআউট করেন। প্রশাসনের তরফে অবশ্য তিন সপ্তাহের মধ্যে উড়ালপুলের অসমাপ্ত কাজ ফের শুরু করার জন্য রেল কর্তৃপক্ষকে বলা হয়। এরপর গত শুক্রবার ঝাড়গ্রাম এসপি অফিসে রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন ও পুরকর্তৃপক্ষের আধিকারিক ও প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসপি ভারতী ঘোষ প্রতিশ্রুতি দেন, উড়ালপুলের কাজ চলাকালীন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর, আপত্তিকারীরা যাতে কোনও রকম গোলমাল পাকাতে না-পারে সেজন্য উড়ালপুল সংলগ্ন প্রধান রাস্তার একাংশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দিনে-রাতে উড়ালপুলের কাজ চলবে। |
|
|
|
|
|