ভারতীয় ক্রিকেট রাজনীতিতে ললিত মোদীর প্রত্যাবর্তন আটকাতে নেমে পড়ল বোর্ড। নির্বাসিত আইপিএল কমিশনারের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছে বোর্ড। কয়েক মাস আগে বোর্ড চিরনির্বাসনে পাঠায় মোদীকে। কিন্তু তার পরেও মোদীকে আটকানো যায়নি। কয়েক দিন আগে রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে নির্বাচন লড়েন মোদী। আরসিএ নির্বাচন সুপ্রিম কোর্টের আওতায়। ৬ জানুয়ারি নির্বাচনের ফলাফল জানাতে পারে সুপ্রিম কোর্ট। উল্টো দিকে বোর্ড ২৮ ডিসেম্বর চেন্নাইয়ে জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ফেলেছে। জানা গেল, বৈঠকে মোদী নিয়েই নাকি শুধু আলোচনা হবে। বোর্ড নাকি প্রায় ঠিক করে ফেলেছে মোদীর বিরুদ্ধে মামলা করার কথা। যেহেতু মোদীর প্রত্যাবর্তন আটকানোর ব্যাপারটা সর্বসম্মত কি না জানতে চাইতে পারে কোর্ট, তাই শোনা যাচ্ছে ২৮ ডিসেম্বরের বৈঠকে ব্যাপারটা সদস্যদের দিয়ে পাশ করিয়ে নেওয়া হবে। এ দিকে, মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। রাজনৈতিক অস্থিরতার জেরে যে হিংসাত্মক ঘটনা বাংলাদেশে বর্তমানে চলছে, তা না মিটলে টুর্নামেন্ট সরতে পারে সে দেশ থেকে। এবং সেটা ভারতে এলে দু’টো জায়গায় টুর্নামেন্টটা হওয়ার কথা। কলকাতা এবং রাঁচি। সিএবি-কে কয়েক দিন আগে ই-মেল মারফত ইডেন তৈরি রাখার কথা বলেছে বোর্ড। কিন্তু সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কি না, নির্দিষ্ট করে বলা নেই।
পুরনো খবর: ধোনির স্বস্তির দিনে শ্রীনির অস্বস্তি বাড়ল |
টিম ইন্ডিয়ার টেস্ট টিমের বাইরে তিন তারকাই। দলে ফিরতে ভরসা এখন ঘরোয়া টুর্নামেন্টে পারফরম্যান্স। কিন্তু রঞ্জিতেও লড়াই জমছে না। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর আর যুবরাজ সিংহের ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থতা চলছেই। রঞ্জি ট্রফির গ্রুপ লিগে পঞ্জাবকে প্রথম ইনিংসে ৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দিল্লি সোমবার ১৫০ রানের বেশি তুলতে পারল না। গৌতম গম্ভীর ১০ রান করে ফিরলেন। বীরেন্দ্র সহবাগও থামেন ১০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্জাব দ্বিতীয় দিনের শেষে ১৭৭-৩। যুবরাজ সিংহ প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর এ দিন চার রানের বেশি করতে পারেননি। যদিও ২৩ বছর বয়সি জীবনজোৎ সিংহের (১০৫ ব্যাটিং) দুরন্ত সেঞ্চুরির দাপটে পঞ্জাব ১০১ রানে এগিয়ে। পঞ্জাব বড় লক্ষ্য রাখার লড়াইয়ে নামবে সন্দেহ নেই। দিল্লিকে লড়াইয়ে ফিরতে সহবাগ আর গম্ভীর কতটা সাহায্য করতে পারেন এখন সেটাই দেখার।
|
পেন, জোসিমাররা চোটের জন্য নেই। বিদেশিদের অভাব সোমবার পূরণ করে দিলেন অসীম বিশ্বাস। সোমবার বারাসতে অসীমের গোলেই কলকাতা লিগে পিয়ারলেসকে ১-০ হারাল মহমেডান। রেফারি মহমেডানের একটি গোল বাতিল না করলে বহু দিন পর অসীম জোড়া গোলের মালিক হতেই পারতেন। সাদা-কালো ব্রিগেড শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। তবে প্রতি আক্রমণে গিয়ে পিয়ারলেসও অনেক সুযোগ পেয়েছিল। যা কাজে লাগাতে ব্যর্থ হন দুলাল বিশ্বাসের ছেলেরা। এ দিন ম্যাচের পর অসীম বললেন, “দলের জয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। গোল কে করল সেটা বড় বিষয় নয়। এখন আমাদের লক্ষ্য ফেড কাপ। তার আগে কলকাতা লিগের ম্যাচগুলোতে ভাল ফল করতে চাই।” এ দিকে, আইএমজি-র আরও এক ফুটবলার সঞ্জু প্রধানকে সই করাল মহমেডান।
|
আলেখিন চেস ক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৪ থেকে ১৪ বছর বয়সি খুদেদের ‘ছোটা ভিম কিডস চেস কানর্ভিাল’ শুরু হচ্ছে মঙ্গলবার। প্রায় ৬০০ খুদে অংশ নেবে। দু’দিনের টুর্নামেন্টে বয়স ভিত্তিক পাঁচটি গ্রুপে (বয়েজ ও গার্লসদের আলাদা) লড়াই মোট আট রাউন্ডে। |