মন্ত্রের নাম সুইপ শট।
রঞ্জি ট্রফিতে তামিলাড়ুর বিরুদ্ধে শেষ যুদ্ধের আগে বাংলার মন্ত্র যদি কিছু থেকে থাকে, তা হলে এটা। আগামী ৩০ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে নামছে বাংলা। এবং লক্ষ্মীরতন শুক্লরা ধরেই নিচ্ছেন, তামিলনাড়ু যদি রাজস্থানের বিরুদ্ধে চলতি ম্যাচে তিন পয়েন্ট না পায়, সেক্ষেত্রে বাংলার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডব্লিউ ভি রামনের টিম টার্নারের ব্যবস্থা রাখবে। অতএবদাওয়াই সুইপ শট।
সোমবার প্র্যাকটিসে অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল এবং কোচ অশোক মলহোত্রর তত্ত্বাবধানে বাংলা টিমকে যা করতে দেখা গেল। পরে বাংলা অধিনায়ক বলছিলেন, “যদি তামিলনাড়ুতে টার্নার দেওয়া হয়, সুইপ খেলা ছাড়া আর উপায় কী?” যা ইঙ্গিত, তাতে টার্নার হলে তিন স্পিনারে যেতে পারে বাংলা। নইলে দুই পেসার, দুই স্পিনার। |
টলিউড-ক্রিকেট যুগলবন্দি। একটি অনুষ্ঠানে পরিচালক শতরূপা সান্যালের
সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল। সোমবার। ছবি: সুব্রত কুমার মণ্ডল। |
টার্নারের সম্ভাবনা যদি বাংলা টিম ম্যানেজমেন্টের প্রথম চিন্তা হয়, তা হলে চিন্তা নম্বর দুইওপেনার অরিন্দম দাসের অনুপস্থিতি। মেরুদণ্ডের চোট নিয়েও গত উত্তরপ্রদেশ ম্যাচে নেমে গিয়েছিলেন অরিন্দম। প্রথম ইনিংসে ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেননি। তিনি এখনও সুস্থ নন। তামিলনাড়ু ম্যাচে তাঁকে ছাড়াই টিম যাবে। পরিবর্ত হিসেবে কাউকে না-ও নেওয়া হতে পারে। কারণ বলা হচ্ছে, টিমে ওপেনার কৌশিক ঘোষ আছেন। যা নিয়ে লক্ষ্মী বললেন, “হয়তো ওকে পাব না। কিন্তু আমরা তৈরি। ছেলেদের বলেছি, খোলা মনে ম্যাচটা খেলতে। আর এই ক’টা দিন সব বাদ দিয়ে মন শুধু ক্রিকেটে রাখতে। যেটা ওরা করছেও।” |