হতাশাজনক মরসুম শেষ। ট্রফি পাননি। বিশ্ব র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছেন তিন থেকে আটে। তার সঙ্গে চোট-আঘাতের সমস্যা তো আছেই। নতুন মরসুমে তাই ফিটনেসে বেশি গুরুত্ব দিতে চান সাইনা নেহওয়াল। আর এক হায়দরাবাদি তারকা সানিয়া মির্জার লক্ষ্য আবার সদ্য শেষ হওয়া মরসুমের সাফল্য আরও এগিয়ে নিয়ে যাওয়া।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে সাইনা এ দিন বলে দেন, “পিছনের দিকে তাকালে এখন মনে হচ্ছে প্রচুর খেলেছি। আগামী বছর কয়েকটা টুর্নামেন্টে বিশ্রাম নিতে চাই। আর ফিটনেসের উপর ফোকাসটা রাখতে চাই। পাশাপাশি লক্ষ্য থাকবে টুর্নামেন্টে নিজের সেরাটা দেওয়া।’’ জাতীয় টুর্নামেন্টে অসুস্থতার জন্য নামতে পারেননি। সেই প্রসঙ্গে সাইনা বলেন, “ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। আসলে এর মধ্যে একটু ওজন বেড়ে গিয়েছিল। তার প্রভাব পড়েছিল মুভমেন্টে। এখন অবশ্য ফিট মনে হচ্ছে। আরও একমাস লাগতে পারে পুরো ফিটনেস ফিরে পেতে। টুর্নামেন্টেও যাতে এই ফিটনেসটা ধরে রাখতে পারি সে দিকে নজর থাকবে।” |
দুই ভূমিকায় দুই হায়দরাবাদি |
মুম্বইয়ে গল্ফার
সাইনা। |
হায়দরাবাদ আন্তর্জাতিক ফ্যাশন
উইকে র্যাম্পে হাঁটলেন সানিয়া। |
ছবি: পিটিআই। |
|
গত মরসুমে পাঁচটি ডব্লুটিএ টুর্নামেন্ট জেতা সানিয়া মির্জা এ বছর ট্রফির সংখ্যাটা বাড়াতে চান। তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে নামবেন রোমানিয়ার হোরিয়া টেকাও-কে নিয়ে। কারা ব্ল্যাকের সঙ্গে জুটিতে দুরন্ত পারফর্ম করলেও মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে পার্টনার বদল কেন? সানিয়া বলে দেন, “গত বার দুটো টুর্নামেন্টে কারা আর আমি ডাবলসে একটাও ম্যাচ হারিনি। ও হায়দরাবাদেও এসেছিল প্র্যাকটিস করার জন্য। ভবিষ্যতে আবার এক সঙ্গে কোর্টে নামার ব্যাপারটা আমাদের দু’জনেরই মাথায় আছে।” তবে সিঙ্গলসে নামার জন্য এখনও সে রকম ফিটনেস নেই। তাই আগামী বছর অক্টোবরে এশিয়ান গেমস ছাড়া আর কিছু নিয়ে ভাবছেন না সানিয়া। |