|
|
|
|
জাতীয় সড়কে ছিনতাই, উদ্ধার হল টাকা-মোবাইল |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জাতীয় সড়কে গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুঠের ঘটনা ঘটেছিল গত অক্টোবরে। সেই ঘটনায় ধৃতদের জেরা করে উদ্ধার হল নগদ টাকা, গাড়ি, আগ্নেয়াস্ত্র। সোমবার মেদিনীপুরে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ। তিনি জানান, খড়্গপুর গ্রামীণ থানার কলাইকুণ্ডার এই ঘটনায় লুঠ হওয়া লক্ষাধিক টাকার মধ্যে রবিবার ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একটি গাড়ি, তিনটি মোটর বাইক, দু’টি ওয়ান শটার পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৯টি মোবাইলও পেয়েছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। এই ঘটনায় সাঁকরাইল, কেশিয়াড়ি ও খড়্গপুর গ্রামীণ এলাকার মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
খড়্গপুরের কলাইকুণ্ডায় ঘটনাটি ঘটেছিল গত ২৯ অক্টোবর। উত্তর চব্বিশ পরগণার বসিরহাট থেকেই চার গরু ব্যবসায়ী গাড়িতে ঝাড়গ্রামের ফেকো হাটে যাচ্ছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে গুপ্তমণির কাছে পিছন থেকে আসা একটি গাড়ি তাঁদের পথ আটকায়। |
|
সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার।—নিজস্ব চিত্র। |
ওই গাড়ির পিছনে দু’টি মোটর বাইকও ছিল। অভিযোগ, চালক-সহ ওই চার ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকায় দুষ্কৃতীরা। প্রথমে মোবাইল ছিনিয়ে নেয়। তারপর জঙ্গলের দিকে নিয়ে গিয়ে চার ব্যবসায়ীদের কাছে থাকা লক্ষাধিক টাকা কেড়ে নেয়। ‘অপারেশন’ সেরে সাঁকরাইলের দিকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর জাতীয় সড়কের কাছে ডাকাতির উদ্দেশে জড়ো ৬ জনকে গ্রেফতার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। প্রথমে ধৃতেরা জেল হাজতে ছিল। ২১ ডিসেম্বর তাদের হেফাজতে নেয় পুলিশ। জেলা পুলিশ সুপার ভারতী জানান, ধৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে লুঠ হওয়া টাকা, মোবাইল, দু’টি ওয়ান শটার পিস্তল, ৫ রাউন্ড গুলি, গাড়ি, তিনটি মোটরবাইক পাওয়া গিয়েছে। এই দুষ্কৃতী দলটি গ্রেফতার হওয়ায় জাতীয় সড়কে ছিনতাই কমবে বলেও আশা প্রকাশ করেন ভারতীদেবী। এ দিন জেলা পুলিশ সুপারের দফতরে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর, মহকুমা পুলিশ আধিকারিক সন্তোষকুমার মণ্ডল, খড়্গপুর গ্রামীণের ওসি রাজশেখর পাইন। |
|
|
|
|
|