টুকরো খবর |
বছরের শুরুতে বইমেলা রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নতুন বছরের গোড়াতেই বইমেলার আসর বসবে রেলশহরে। ৪ থেকে ১২জানুয়ারি টাউন হল প্রাঙ্গণে চলবে চতুর্দশ ‘খড়্গপুর বইমেলা’। এই মেলা ঘিরে প্রতিবছরই শহরবাসীর উন্মাদনা থাকে। এ বারও থাকছে নানা চমক। ৪ জানুয়ারি বিকেল চারটেয় বইমেলার উদ্বোধন করবেন ‘দেশ’ পত্রিকার সম্পাদক সাহিত্যিক হর্ষ দত্ত। উপস্থিত থাকবেন ত্রিপুরার সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য ও চিত্রকর সুব্রত চৌধুরী। গত ১৩ বছর ধরে শহরের টাউন হলে বইমেলার আয়োজন করে ‘গৌতম-মানস চৌবে স্মৃতিরক্ষা কমিটি’। এ বছর মেলার সভাপতি নন্দদুলাল রায়চৌধুরী ও সম্পাদক দেবাশিস চৌধুরী। কর্মকর্তারা জানিয়েছে, এ বার বিশ্বকবির নোবেল প্রাপ্তির শতবর্ষে ‘গীতাঞ্জলি’র উপর একটি বিশেষ প্যাভিলিয়ন থাকবে মেলায়। তা ছাড়া, বিভিন্ন বড় প্রকাশনা সংস্থা স্টল দেবে। সব মিলিয়ে ৬০টি স্টল থাকবে। এ ছাড়া থাকবে ফুড-পার্ক, বাণিজ্যিক স্টল, চিত্র প্রদর্শনী। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আকর্ষণের কেন্দ্রে থাকছে শীলা মজুমদারের শ্রুতি নাটক, মানসী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি, সঙ্গীতশিল্পী অনুপম রায়, বাবুল সুপ্রিয়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্যমন্তক সিংহ, কল্যাণ সেন বরাটের ‘ক্যালকাটা স্কোয়ার’ পরিচালিত ‘অদ্ভুতুড়ে ভূতের গল্প’, বাংলা ব্যান্ড ‘বোলপুর ব্লুজে’র অনুষ্ঠান। বইমেলার আয়োজক কমিটির সম্পাদক দেবাশিস চৌধুরী বলেন, “এই বইমেলা খড়্গপুরের মানুষের হৃদয়ের সঙ্গে জুড়ে রয়েছে। মানুষ বেশি করে বই কিনবেন, পড়বেন ও উপহার দেবেন, এটাই আমাদের লক্ষ্য।” ২৪ ডিসেম্বর থেকে শহরের বিভিন্ন প্রান্তে বইয়ের জন্য পদযাত্রা হবে বলেও জানান দেবাশিসবাবু।
|
পুলিশ ক্রীড়া ঘিরে উৎসাহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
পুলিশ ক্রীড়ার সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন মন্ত্রী
সৌমেন মহাপাত্র, জেলাশাসকও।ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ১২ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মেদিনীপুর পুলিশ লাইন মাঠে রবিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি। ৪৬টি ইভেন্টে প্রায় ৬০০ জন যোগ দেন। ছিল ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতাও। সোমবার বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে এসেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক গুলাম আলি আনসারি, পুলিশ সুপার ভারতী ঘোষ। ছিলেন এমকেডিএ’র সরকার মনোনীত সদস্য দীনেন রায়, জেলা পরিবহণ দফতরের সরকার মনোনীত সদস্য প্রদ্যোৎ ঘোষ। পুলিশ ক্রীড়া ঘিরে উৎসাহ ছিল যথেষ্ট। দৌড় প্রতিযোগিতায় যোগ দেন এসডিপিও-ডিএসপিরা। একটি ইভেন্টে প্রথম হন ডিএসপি (অপারেশন) সৌতম বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী, তৃতীয় হন ডিএসপি (অ্যাডমিনিস্ট্রেশন) মনোরঞ্জন ঘোষ। পুলিশ সুপার সহকর্মীদের উৎসাহিত করেন। রাতে ছিল আতসবাজির প্রদর্শনী।
|
কংগ্রেস নেতার বাড়িতে চড়াও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা মেদিনীপুরের কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় শহরের বিবিগঞ্জে। শম্ভুবাবুকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। ইতিমধ্যে কোতয়ালি থানায় পুরো বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন জেলা কংগ্রেসের ওই সহ- সভাপতি। তাঁর কথায়, “রাতে তৃণমূলের মদ্যপ কয়েকজন যুবক বাড়িতে চড়াও হয়েছিল। অশ্রাব্য গালিগালাজ করে। এলাকার মানুষ প্রতিবাদ- প্রতিরোধ করেছেন। খবর পেয়ে অবশ্য পুলিশও চলে এসেছিল।” ঘটনার নিন্দা করেছেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া। তাঁর কথায়, “শম্ভুদার সঙ্গে আমার কথা হয়েছে। এমন ঘটনা অনভিপ্রেত।” আজ, মঙ্গলবার মেদিনীপুরে আসার কথা তাঁর। কংগ্রেসের দাবি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, তৃণমূল অবশ্য এর দায় নিতে নারাজ। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিচ্ছি।” তৃণমূলের বক্তব্য, এটি বিচ্ছিন্ন ঘটনা। শম্ভুবাবু মেদিনীপুরের প্রবীণ কাউন্সিলর। ১৯৮৮ সাল থেকে নির্বাচিত হয়েছেন।
|
বিজ্ঞান কংগ্রেসে জেলার মেয়ে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
২১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দিতে ভূপাল রওনা হল অনু দাস। অনু পশ্চিম মেদিনীপুরের একমাত্র প্রতিনিধি। রাজ্যের মোট ৩০ জন ছাত্রছাত্রী এ বার ভূপালে শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেবে। ২৭- ৩০ ডিসেম্বর শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। অনু দাঁতন থানার জেনকাপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা কো- অর্ডিনেটর মধুসূদন গাঁতাইত জানান, এ বার রাজ্যস্তরের প্রতিযোগিতায় ২০৮ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩০ জন ২১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়। জেলা থেকে একমাত্র অনুই অংশগ্রহণ করবে।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সোমবার রয়্যাল অ্যাকাডেমি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রদ্যোত স্মৃতি সদনে। অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রজনীকান্ত দোলুই। প্রধান অতিথি ছিলেন পুরপ্রধান প্রণব বসু। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। |
|