একশো দিনের কাজ প্রকল্পে সুপারভাইজার নিয়োগ নিয়ে হাতাহাতি হল তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লক সমর্থকদের মধ্যে। সোমবার ধনেখালির বাবনান পঞ্চায়েতের আঁটি গ্রামের ঘটনা। ফরওয়ার্ড ব্লকের এক পঞ্চায়েত সদস্য এবং এক তৃণমূল সমর্থক প্রহৃত হন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিবদমান দু’পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেয় তারা।
বাবনান পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে তৃণমূল। আঁটি গ্রাম থেকে ওই পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ফরওয়ার্ড ব্লকের। ফব-র অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে গত বার সুপারভাইজার পদে তাদের মনোনীত লোকেদেরই এ বারেও ওই গ্রামে ১০০ দিনের কাজ প্রকল্পে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি গ্রাম সংসদে আলোচনা করেই ঠিক করাই নিয়ম। এই সিদ্ধান্তে তাদের আপত্তির কথা মানা হচ্ছে না।
পঞ্চায়েত প্রধান তৃণমূলের কাকলি টুডু বলেন, “আমরা বলেছিলাম পুরনো লোকেদের সঙ্গে গ্রাম সংসদের কথা অনুযায়ী দু’জনকে সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হোক। বিষয়টি আলোচনা করে মেটানো হবে বলে ঠিক করেছিলাম। তার মধ্যেই শুনলাম আজ সমস্যা হয়েছে।” বিষয়টি নিয়ে আজ, মঙ্গলবার পঞ্চায়েতে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান। |