ঋণের টাকা শোধ না করায় এক যুবককে খুনের দায়ে তাঁর বন্ধু-সহ তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। সোমবার চুঁচুড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্যামলকুমার বিশ্বাস চন্দননগরের সুরের পুকুরের বাসিন্দা বিজয় আনন্দ বেরা এবং চুঁচুড়ার দীপ সরকার এবং স্বরূপ দাসকে ওই সাজা শোনান।
গত বছর ২১ মে সন্ধ্যায় সুরের পুকুরের বাসিন্দা অরুণ পাল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরদিন পোলবার পাচরকি আমবাগানে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেলে। তদন্তে পুলিশ জানতে পারে, অরুণবাবু তাঁর প্রতিবেশী ও বন্ধু বিজয় আনন্দ বেরার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে ১০ হাজার টাকা শোধ করেছিলেন। বাকি টাকা বিজয় চেয়েও পাননি।
পুলিশের কাছে জেরায় সেই সময়ে বিজয় কবুল করেছিল, টাকা চেয়ে না পাওয়ায় সে দীপ ও স্বরূপের সাহায্যে অরুণবাবুকে খুন করে। এর পরেই পুলিশ বিজয়, দীপ ও স্বরূপকে গ্রেফতার করে। পুলিশ জানায়, দীপের বিরুদ্ধে আরও সাতটি খুনের মামলার তদন্ত চলছে। সে টাকার বিনিময়ে খুন করে। স্বরূপ তার সহযোগী। গত ২০ ডিসেম্বর বিচারক তিন জনকে দোষী সাব্যস্ত করেন।
এই মামলার সরকারি আইনজীবী কালীপ্রসাদ সিংহরায় বলেন, “ওই তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দু’টি ধারায় প্রত্যেককে ৬০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। অনাদায়ে আরও চার বছরের জেল। জরিমানার অর্ধেক টাকা নিহতের স্ত্রী এবং ছেলে পাবে।” এ দিন আদালতে উপস্থিত ছিলেন নিহতের পরিবারের সদস্যেরা। দোষীরা সাজা পাওয়ায় তাঁরা খুশি। তাঁরা জানান, টাকার জন্য কেউ যে ঘনিষ্ঠ বন্ধুকে খুন করতে পারে, তা তাঁরা ভাবতে পারেননি। |