টুকরো খবর
আজ থেকে চালু মোটরযান ক্যাম্প অফিস
প্রায় তিন বছর বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে হুগলির মোটরযান দফতরের আরামবাগ ক্যাম্প অফিস। আপাতত ওই অফিসে গাড়ির রেজিস্ট্রেশন এবং কর নেওয়া-সহ কয়েকটি পরিষেবা মিলবে বলে জানিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) সৈকত দাস। তিনি বলেন, “ক্রমশ ওই অফিসে মোটরযান সংক্রান্ত পরিষেবা আরও বাড়ানো হবে।” ২০০৩ সালের ১২ অগস্ট মহকুমাশাসকের অফিস চত্বরে খোলা হয় ওই অফিস। কিন্তু ক্রমশ পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। চলতি বছরের গোড়ায় অবশ্য অফিসটির পরিকাঠামো ঢেলে সাজতে উদ্যোগী হন মহকুমাশাসক অরিন্দম রায়। দীর্ঘদিন ধরেই অফিসটি চালুর দাবি তুলছিলেন গাড়ি-মালিকেরা। তাঁদের অভিযোগ ছিল, গাড়ির কাগজপত্র সংক্রান্ত যাবতীয় কাজ সারতে প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে চুঁচুড়ায় ওই দফতরের জেলা কার্যালয়ে যেতে সময় এবং অর্থ দুই-ই নষ্ট হয়। অফিসটি চালু করতে ২০১২ সালের নভেম্বর মাস নাগাদ উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিল্ম সিটি, আপাতত স্থগিতাদেশ
উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম সিটির জমি অধিগ্রহণের কাজ আপাতত স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি হুগলি জেলা প্রশাসন সেখানে দখল হওয়া কলকাতা পুরসভার জমি নিজেদের আয়ত্তে আনার কাজ শুরু করে। সেই কাজেরই অঙ্গ হিসেবে প্রশাসন ইটভাটার কাজ বন্ধ করে দেয়। ইট তৈরির যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে। এর পরেই সেখানকার ১৪টি ইটভাটার মালিক প্রশাসনের ওই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যান। সোমবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত উত্তরপাড়ার ফিল্ম সিটির জমি থেকে ইটভাটা সরিয়ে প্রশাসনের ওই জমি নিজেদের দখলে নেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন। আদালত জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সেখানে কাজ বন্ধ থাকবে। এ দিন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “আবেদনকারীদের বক্তব্য আপাত গ্রাহ্য বলে মনে হয়েছে। ওঁদের বক্তব্যের যৌক্তিকতাও আছে।” এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “আদালতের নির্দেশ এখনও হাতে আসেনি। তাতে কী আছে, সেটা দেখেই স্পষ্ট করে কিছু বলা যাবে। তবে উত্তরপাড়ায় প্রশাসন আইন মেনেই ‘মাইনস অ্যান্ড মিনারেলস’ অ্যাক্টে পদক্ষেপ করেছে।”

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। সোমবার দুর্ঘটনাটি ঘটে আমতার খোসালপুর পোড়েলপাড়ায়। পুলিশ জানায়, মৃত ছাত্র সুপ্রদীপ ঘোষের (১৮) বাড়ি ওই এলাকাতেই। আমতা হরিশপুরের ভরতচন্দ্র রায়গুণাকর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। এ দিন সকালে টিউশন পড়ে সাইকেলে বাড়ি পথে পুকুরে পড়ে যায় সে। গ্রামবাসীরা পরে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
১০০ দিনের কাজে পুকুর সংস্কারের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার পুড়শুড়ার ভাঙামোড়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মাধব প্রতিহার (৪০)।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.