শ্যামবাজার এ ভি স্কুল ও বাঘা যতীনের প্রান্তপল্লি স্কুলের পরে এ বার জোড়াবাগানের ‘জ্ঞানভারতী বালিকা বিদ্যালয়’। স্কুলে উচ্চ মাধ্যমিকের (২০১৪ সাল) টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণদের পাশ করানোর দাবিতে সোমবার প্রধান শিক্ষিকাকে ঘেরাও করেন ছাত্রী ও অভিভাবকদের একাংশ। তবে, এভি বা প্রান্তপল্লি স্কুলের মতো এখানে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়নি।
রাজ্য উচ্চ মাধ্যমিক পর্ষদের নিয়ন্ত্রণাধীন এই ইংরাজি মাধ্যম স্কুলটির পরিচালন সমিতির সভাপতি জগমোহন বাগলা জানান, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে টেস্ট পরীক্ষায় দিয়েছেন ১৪৯ জন ছাত্রী। তিন বিভাগ মিলিয়ে অকৃতকার্য হয়েছে ৪১ জন। জগমোহনবাবু জানান, এ দিনই টেস্ট পরীক্ষায় কৃতকার্যদের তালিকা প্রকাশ করা হয়। এর পরই অনুত্তীর্ণ ছাত্রী এবং তাদের অভিভাবকদের একাংশ পরীক্ষায় পাশ করানোর দাবি জানান। দুপুর ১টা নাগাদ তাঁরা প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা কর পুরকায়স্থকে ঘেরাও করেন বলে জানান তিনি। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্কুলে ঢুকতে হয়। প্রায় এক ঘণ্টা ঘেরাও থাকার পরে পুলিশ ও স্কুলের অশিক্ষক কর্মীদের সাহায্যে মুক্ত হন প্রধান শিক্ষিকা। স্কুল-কর্তৃপক্ষ জানান, ৪ জানুয়ারি অনুত্তীর্ণ ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র তাঁদের অভিভাবকদের দেখানো হবে। তার পরই স্কুল পরিচালন সমিতি সিদ্ধান্ত নেবে।
পুলিশ জানায়, স্কুলের পরিস্থিতি এ দিন বিকেলেই স্বাভাবিক হয়। স্কুল-কর্তৃপক্ষ কারও বিরুদ্ধে থানায় অভিযোগ জানাননি। স্কুলের সভাপতি জানান, অকৃত কার্যদের পাশ করানো হবে কি না, তা ঠিক হবে টেস্ট পরীক্ষায় সব বিষয়ের উত্তরপত্র অভিভাবক এবং ছাত্রীদের দেখানোর পরেই। |