টুকরো খবর
আর জি করে ‘শ্লীলতাহানি’
এ বার আর জি কর হাসপাতালের ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশের কাছে দমদমের বাসিন্দা অন্তঃসত্ত্বা এক মহিলা অভিযোগ করেছেন, সোমবার দুপুরে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তখন এক্স-রে বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁর শ্লীলতাহানি করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে সঞ্জয় দাস নামে ওই যুবক গ্রেফতার হয়েছে। তার বাড়ি ক্যানাল ওয়েস্ট রোডে। সঞ্জয় পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আজ, মঙ্গলবার ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হবে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকদের সঙ্গে তিনি এ দিন হাসপাতালে গিয়েছিলেন। ঘটনার পরে মহিলার চিৎকারে তাঁর পরিবারের লোকজন এবং হাসপাতালের কর্মীরা এসে ওই যুবককে ধরে ফেলেন। পরে তাকে টালা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, যে জায়গায় শ্লীলতাহানি হয়েছে, সেই জায়গাটি অপেক্ষাকৃত নির্জন। পুলিশের দাবি, জেরায় সঞ্জয় জানিয়েছে, সে এক পরিচিতর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিল।

সাইটে অশ্লীল ছবি, প্রণয়ী ধৃত
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই আলাপ। কিন্তু বিয়েতে রাজি হতে পারেননি ছাত্রীটি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিকপ্রবর। জব্দ করতে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এক মহিলার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাতে ছাত্রীটির অশ্লীল ছবি দিতে থাকেন বলে অভিযোগ। সোমবার যুবকটিকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ । পুলিশ জানায়, অভিযোগটি প্রায় ছ’মাস আগেকার। অবশেষে সোমবার রমিত ভৌমিক নামে ওই যুবক ধরা পড়েন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। সেই সময় থেকেই অভিযোগকারিণীর (ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী) সঙ্গে তাঁর পরিচয়। পুলিশের কাছে গত ৪ জুন অভিযোগ দায়ের করেন ছাত্রীটি। তিনি জানান, কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে রমিত তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। তার পরেই রমিত একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লায়লা চেরিয়ন নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন বলে অভিযোগ। ছাত্রীটি জানান, সেই অ্যাকাউন্টধারীর পরিচয় হিসেবে রমিত তাঁর ছবি দিয়েছিল। এ ছাড়াও রমিত মাঝেমধ্যেই অ্যাকাউন্টে তাঁর অশ্লীল ছবি পাঠাতেন। বিষয়টি জানতে পেরেই রমিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন রমিতকে গ্রেফতার করা হয়।

পানশালা-কাণ্ডে দুষ্কৃতীরা অধরাই
দমদম পার্কের পানশালা কাণ্ডের পরে দু’দিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান দেবাশিস বেজ সোমবার বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত এগোচ্ছে। মৃত যুবক মাধব দাসের ময়না-তদন্তের রিপোর্ট মেলেনি।” ওই পানশালায় সিসিটিভির ক্যামেরাগুলি কোথায় লাগানো, সোমবারও তা খুঁটিয়ে দেখে পুলিশ। পানশালার কর্মীরা জানান, শনিবার জ্বলন্ত মশাল নিয়েও হামলা হয়। এই হামলাকারীদের পরিচয় জানতে কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মাধবের পাড়া নস্করবাগানের বাসিন্দাদের দাবি করেন, ভাঙচুরের ঘটনায় তাঁরা যুক্ত নন।

অফিসে লুঠপাট
পোস্তা থানা এলাকার বটতলা স্ট্রিটে একটি বেসরকারি আর্থিক সংস্থার অফিসে চড়াও হয়ে কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। কিন্তু অভিযোগ দায়ের হয়েছে ২২ ডিসেম্বর রাতে। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে পুলিশের দাবি, ওই অফিসের কর্মীদের বয়ানে অনেক অসঙ্গতি রয়েছে। সোমবার রাত পর্যন্ত ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে, অফিসের তিন জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেল হেফাজত
পুলিশকে মারার অভিযোগে এক অটোচালকের জেল হেফাজত হল। ঘটনাটি ঘটেছে শনিবার, রাজাবাজার মোড়ে। ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ। পুলিশ জানায়, ওই দিন রাজাবাজার মোড়ে শিয়ালদহ ট্রাফিক গার্ডের এক এএসআই জয়দেব দাস কর্মরত ছিলেন। ইমতিয়াজ অটোয় ছ’জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বেআইনি ভাবে যাত্রী নেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেন জয়দেববাবু। আচমকাই ইমতিয়াজ তাঁকে চড় মারে।

দিন বদল
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে ৬ জানুয়ারির বদলে ৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৬ তারিখে অনেক পরীক্ষা থাকায় এই দিন বদল বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। নির্বাচন সংক্রান্ত কিছু নিয়মও বদলানো হয়েছে। আগে ঠিক ছিল, বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় ছাত্র সংসদ তৈরি হবে এবং প্রতিটি ক্যাম্পাসের জন্য স্বশাসিত সংসদ গড়া হবে নির্বাচনের মাধ্যমেই। সোমবার স্থির হয়েছে, মনোনয়নের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের সাব-কমিটি তৈরি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে।

ট্যাংরায় গ্যাস লিক
ট্যাংরা থানা এলাকায় মাঝরাতে মাটির নিচ থেকে ঝাঁঝালো গ্যাস বেরোতে থাকায় সোমবার রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোবিন্দ খটিক লেনে গ্যাস লিকের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন যায়। দমকল জানায়, পুরসভার নর্দমার মুখ থেকেই গ্যাস বেরোচ্ছিল। ঘণ্টাখানেকের মধ্যে গ্যাস রেরোনো বন্ধও হয়ে যায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.