আর কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই শুরু হবে একটা নতুন বছর। ২০১৪। আর এই নতুন বছরে তার অগণিত ভক্তের জন্য অপেক্ষা করে রয়েছে অনেক চমক। সোমবার অ্যাপলের তরফে গ্রাহকদের বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে এই চমকের কথাই উল্লেখ করেছেন সংস্থার সিইও টিম কুক। “আমরা দেখিয়েছি অ্যাপল শুধু একটা নাম নয়। এই সংস্থা তার সৃষ্টিশীলতা আর নতুনত্বে সবাইকে পিছনে ফেলে দিয়েছে। এমন একটা সংস্থায় কাজ করতে পেরে নিজেকে বিশ্বের সব চেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করি।” সোমবার সংস্থার কর্মচারীদের উদ্দেশে কুকের লেখা খোলা চিঠিটা শুরুটা ছিল ঠিক এ রকমই। তিনি জানান, চলতি অর্থবর্ষে অ্যাপল তার সব ক’টি বিভাগ থেকেই নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম আই ফোন ৫ এস, ৫সি এবং অপারেটিং সিস্টেম আইওএস ৭। সম্প্রতি বাজারে এসেছে আই প্যাড এয়ার আর আই প্যাড মিনি। যে গুলি চোখের রেটিনা না মিললে কাজ করবে না। কুকের কথায়, কল্পবিজ্ঞানের গল্পকে এ ভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে অ্যাপলের প্রযুক্তিবিদ আর কর্মচারীদের জন্যই। আর এই সব প্রোডাক্ট গ্রাহকদের কাছে প্রশংসিত হয়েছে বলেই দাবি কুকের।
তবে এখানেই শেষ নয়। টিমের কথায়, সামনের বছর অ্যাপল এমন কিছু নতুন মডেল বাজারে নিয়ে আসছে যা আগে কেউ দেখেনি। এমনকী, তথ্যপ্রযুক্তির নতুন কয়েকটি ক্ষেত্রও তাদের সংস্থার আওতায় নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছেন কুক। তবে সে গুলি কোন বিভাগের তা খোলসা করেননি কুক। গত সপ্তাহেই টেক্সাসে অ্যাপলের কারখানা থেকে ল্যাপটপের নয়া সংস্করণ ম্যাক প্রো রফতানি শুরু হয়ে গিয়েছে। সামনের বছরের প্রথম দিকেই সেটি বাজারে আসছে বলে জানিয়েছেন কুক। এ দিকে অনেক দিনের টালবাহানার পরে চায়না মোবাইলের সঙ্গে গাঁটছড়া বাঁধল অ্যাপল। এর ফলে চিনের বাজার ধরতে অ্যাপলের অনেক সুবিধে হবে বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত জানুয়ারিতেই আই ফোন ৫এস আর ৫সি চিনের বাজারে আসছে। ভারতেও এপ্রিল থেকে জুন, এই তিম মাসে অ্যাপলের বিক্রি গত বছরের তুলনায় প্রায় চারশো গুণ বেড়েছে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।
|