ভারতে স্যামসাঙের নতুন স্মার্ট ফোন
সংবাদ সংস্থা • মুম্বই
২৩ ডিসেম্বর
|
ভারতে ৫.২৫ ইঞ্চি স্ক্রিনের ‘গ্যালাক্সি গ্র্যান্ড ২’ স্মার্ট ফোন আনছে স্যামসাং। এটি অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.৩ প্রযুক্তিচালিত এবং এতে দু’টি জিএসএম প্রযুক্তির সিম কার্ড ব্যবহার করা যাবে। দাম শুরু ২২,৯৯০ টাকা থেকে। আগামী মাস থেকেই সেটি বাজারে মিলবে। ভারতীয় তথ্য ও বিনোদন জগতের বিভিন্ন খবর নিয়ে বিশেষ ‘ক্লাব স্যামসাং’ প্রযুক্তিও চালু করেছে দক্ষিণ কোরীয় সংস্থাটি। এখানে গান শোনা, টিভি দেখা ইত্যাদি সম্ভব হবে।
|
চিনে আই ফোন বিক্রি করতে টেলি পরিষেবা সংস্থা চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করল অ্যাপল। এখন চিনে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ফোন বিক্রি করলেও, স্যামসাং ও অন্য চিনা সংস্থার থেকে পিছিয়ে।
|
ভারতে মরগ্যান স্ট্যানলির ৮টি মিউচুয়াল ফান্ড প্রকল্পই হাতে নিল এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। এগুলির মোট সম্পদ ৩২৯০ কোটি টাকা। |