পুলিশের গাড়ি লক্ষ করে বোমাবাজি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার লালমোহনপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার করেছে। পুলিশ জানায়, ধতৃ শেখ কাজলের বাড়ি লালমোহনপুরেই। ঘটনায় কোনও পুলিশ কর্মী জখম না হলেও গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে পুলিশের কাছে খবর আসে ওই গ্রামে সম্পত্তি নিয়ে বিবাদে আবু বক্কর নামে এক ব্যক্তি বোমার আঘাতে জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যখন জখম ব্যক্তি ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলছিল, তখনই শেখ গিয়াস ও শেখ কাজল নামে দুই যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। পুলিশ কাজলকে ধরতে পারলেও গিয়াস পালিয়ে যায়। জখমকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জনায়, পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে।
|
স্থানীয় দুই যুবককে টাকার বিনিময়ে প্রাথমিকে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ায় কাঞ্চন মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ করেন চেয়ারম্যান রাজা ঘোষ। পুলিশ তাকে গ্রেফতার করে। |