সোমবার থেকে পুরুলিয়া শহরের হিলভিউ মাঠে শুরু হল সিএবি পরিচালিত অনূর্ধ্ব ১৫ বিভাগের মহকুমা স্তরের ক্রিকেট প্রতিযোগিতা। এ দিন পুরুলিয়া সদর মহকুমা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯২ রান করে। জিতেন সেন ১০১ ও সুকান্ত মাহাতো ৬৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বাঁকুড়ার খাতড়া মহকুমা ১২.৪ ওভারে ৩১ রানে অলআউট হয়ে যায়। পুরুলিয়ার হয়ে সুকান্ত মাহাতো ৩ ওভারে ৭ রান দিয়ে ৪টি উইকেট ও সৈকত কর্মকার ১ ওভারে ৫ রান দিয়ে ২টি উইকেট পান। আয়োজক মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া ও বিষ্ণুপুর এই পাঁচটি মহকুমা প্রতিযোগিতায় যোগ দিয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত চলবে।
|
‘জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট-২০১৩’-র বারিকুল থানা জোনের পুরুষ ও মহিলা বিভাগের খেলা শেষ হল রবিবার। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় চুরকু আদিবাসী সারিধরম খেরওয়াল মাড়ওয়া। রবিবার বারিকুল থানা সংলগ্ন ফুটবল মাঠে ফাইনালে তারা সগরচাকা ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় বড়তুং পূর্ণাপানি ক্লাব। ফাইনালে তারা বড়পায়া ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। মোট ৮০টি দল ছিল।
|
হাওড়ায় অনুষ্ঠিত একটি আমন্ত্রণমূলক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতল পুরুলিয়ার দুই প্রতিভা। পুরুলিয়ার প্রশিক্ষক গৌতম গুহ জানান, ৫০ কেজি বিভাগে অশোক মাহাতো ও ৪৫ কেজি বিভাগে পরিমল মাঝি সোনা জিতেছে। হাওড়ায় ২২ ডিসেম্বর খেলাটি হয়েছে। |