মাটি ছেড়ে ওঠার আগেই বিমানবন্দরের গা ঘেঁষা একটি অফিস বাড়িতে গিয়ে ধাক্কা মারল যাত্রিবাহী বিমান। কোনও ফিল্মের দৃশ্য নয়। রবিবার গভীর রাতে এ কাণ্ড ঘটেছে জোহানেসবার্গের ‘ও আর ট্যাম্বো’ আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে ২০২ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন চার জন। বন্দর কর্তৃপক্ষ জানান, বাকিরা সবাই সুস্থ আছেন। বোয়িং ৭৪৭-৪০০-এর গন্তব্য ছিল লন্ডনের হিথরো বিমানবন্দর। সময়মতো রওনাও হয়। কিন্তু বিপত্তি ঘটে তার পরেই। দক্ষিণ আফ্রিকার বিমান মন্ত্রকের মুখপাত্র জানান, ওই ট্যাক্সিওয়েটি বিমানের আকারের তুলনায় খুবই সরু ছিল। যার ফলে বিমানটির ডান দিকের ডানা অফিস বাড়িতে সজোরে ধাক্কা মারে। তিনি আরও বলেন, “কন্ট্রোল টাওয়ার তাঁদের যে ট্যাক্সিওয়ে দিয়ে যেতে বলেছিল, সে পথে না গিয়ে অন্য একটি ট্যাক্সিওয়ে ধরেন চালক। আর তাতেই দুর্ঘটনা।” ওই বিমানেই সফর করছিলেন হ্যারিয়েট টোলপুট নামে এক মহিলা। বিমানের জানলা থেকে তিনি বাইরের দৃশ্যের ছবি (উপরে) তোলেন। তার পর হ্যারিয়েট সেটি পোস্ট করে দেন টুইটারে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
|
দক্ষিণ সুদানে হিংসা বাড়ায় তেলের খনি বন্ধ করে সব ভারতীয় কর্মীকে ফিরিয়ে আনল ওএনজিসি বিদেশ। ওই দেশের গ্রেটার নাইল ও ব্লক ৫এ তেলের খনির দায়িত্বপ্রাপ্ত সংস্থার অংশীদার ওএনজিসি। ওই দুই খনিতে ১১ জন ভারতীয় অফিসার ছিলেন। গ্রেটার নাইল থেকে প্রতি দিন প্রায় ৪০ হাজার ব্যারেল তেল মেলে। বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের জন্মের আগে থেকেই গোষ্ঠী সংঘর্ষ চলছে। দক্ষিণ সুদানের ইউনিটি প্রদেশে গ্রেটার নাইল খনি। সম্প্রতি সেই প্রদেশ দখল করে ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বাহিনী। তার পরেই ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ওএনজিসি। সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ১১ জন অফিসারকে দু’বারে বিমানে ফেরানো হয়েছে। তাঁরা সকলেই নিরাপদে দেশে ফিরেছেন।
পুরনো খবর: নিহত দুই ভারতীয় শান্তিসেনা |
পর পর দু’বার লুইজিয়ানার গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দল। ২০১৫ সালে মেয়াদ শেষের পর তৃতীয় বার আর ওই পদপ্রার্থী হতে পারবেন না তিনি। তাই এ বার তাঁর লক্ষ্য মার্কিন প্রেসিডেন্টের গদি। ২০১৬-তে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ববি। তাঁরই দল রিপাবলিকান পার্টির এক সেনেটর এ কথা জানান। লুইজিয়ানার গভর্নর যিনি হতে চলেছেন, রিপাবলিকান পার্টির সেই সেনেটর ডেভিড ভিট্টরের মত, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রয়েছে ববির।
|
তাইল্যান্ডের সরকারের বিরুদ্ধে সোমবারও জারি রইল আন্দোলন। ২৭ ডিসেম্বরের মধ্যে পরবর্তী নির্বাচন শেষ করার কথা। গত কাল ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ। কোনও প্রার্থী যাতে মনোনয়ন জমা দিতে না পারেন তার জন্য অনেক চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। তবে তাইল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার ৩৫ দল তাঁদের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে।
|
ছেলের দেহাবশেষ হিরে বানিয়ে সংরক্ষণ করার পরিকল্পনা করেন ইতালির এক ব্যক্তি। চলতি বছরের শুরু দিকে একটি দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। তাঁকে কবর দেওয়ার আগে দাহ করা হয়। দেহাবশেষের কিছুটা কবর দেওয়া হয়। বাকিটা হিরে বানাতে সুইৎজারল্যান্ডে পাঠানো হয়। আট মাস প্রতীক্ষার পর পরিবারের হাতে এসেছে হিরেটি। খরচ পড়েছে প্রায় ১৮ হাজার ডলার।
|