মারা গেলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন (৮১)। ১৯৭৫-এ রাষ্ট্রপতি শেখ মুজিবের হত্যাকাণ্ডের কিছু দিন পরে তাজউদ্দিনকেও জেলের মধ্যে গুলি করে খুন করে অভ্যুত্থানকারী সেনারা। সেই কঠিন পরিস্থিতিতে সেনাশাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশ ঘুরে আওয়ামি লিগের পুনর্গঠনে বড় ভূমিকা নেন বেগম জোহরা। প্রবীণ এই নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল বেগম জোহরার।
|
নিহত দুই ভারতীয় শান্তিসেনা |
দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের পাঠানো শান্তিসেনার ঘাঁটিতে প্রায় দু’হাজার বিদ্রোহীর হামলায় নিহত হয়েছেন দুই ভারতীয় সেনা। আহত আরও এক জন। রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর তরফে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জের ভারতীয় দূত অশোক মুখোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে প্রায় ১৫০০ থেকে ২০০০ জন বিদ্রোহী আকোবোতে শান্তিসেনার শিবিরে হামলা চালায়। ওই শিবিরে ৪৩ জন ভারতীয় সেনা ছিলেন।
|
প্রায় এক দশক পর মিলল মুক্তি। ডিক্রি সই করে রাশিয়ার প্রাক্তন ধনী নম্বর ওয়ান মিখাইল খোদরকভস্কিকে মুক্তি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মা অসুস্থ বলে মুক্তি চেয়েছিলেন খোদরকভস্কি। ডিক্রিতেও বলা হয়েছে, “মানবিক কারণে খোদরভস্কিকে ক্ষমা করা হল।” মুক্তি পেয়েই খোদরকভস্কি জার্মানিতে চলে গিয়েছেন।
|
সাম্প্রতিক সংঘর্ষে জড়িত থাকার অপরাধে ৫২ জন ভারতীয়কে দেশ থেকে প্রত্যপর্ণ করল সিঙ্গাপুর প্রশাসন। ইতিমধ্যে আরও ২০০ ভারতীয়কে সতর্ক করেছে পুলিশ। চলতি সপ্তাহের মঙ্গলবারই সিঙ্গাপুর প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ওই ৫২ জন ভারতীয় এবং এক জন বাংলাদেশিকে নির্বাসিত করা হবে। এর আগে ১৯৬৯ সালে সিঙ্গাপুরে সংঘর্ষ হয়েছিল। মূলত কঠোর আইন ও প্রশাসনের দৃঢ় মানসিকতার জন্যই শহরে সংঘর্ষের পরিমাণ কম বলে জানিয়েছেন সিঙ্গাপুরের এক বাসিন্দা।
|
ফের মুখোমুখি দু’দেশের প্রধানমন্ত্রী। ব্রিটেনের ডেভিড ক্যামেরন এবং ডেনমার্কের হেলে থর্নিং স্মিট। নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় হেলের সঙ্গে ওবামার ও ক্যামেরনের ছবি দেখে ঝড় উঠেছিল সংবাদমাধ্যমে। ঠিক এক সপ্তাহ পরেই ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনে যোগ দিয়েছেন হেলে এবং ক্যামেরন। সূত্রের খবর, দু’জনকেই খোশ মেজাজে ঘুরতে দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কোনও কথাবার্তা হয়েছে কি না সে বিষয়ে কোনও খবর নেই।
|
পাকিস্তানের নতুন বিদেশসচিব হলেন আইজাজ চৌধুরি। এর আগে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এবং অতিরিক্ত বিদেশসচিবের দায়িত্ব সামলেছেন আইজাজ। পাক সরকার সূত্রের খবর, বর্তমান বিদেশসচিব জলিল আব্বাস জিলান আমেরিকায় পাকিস্তানের অ্যাম্বাসাডর হচ্ছেন। |