ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে এক দল আততায়ীর গুলিতে প্রাণ হারালেন দক্ষিণ ফিলিপিন্সের লাবাঙ্গনের মেয়র উকোল তালুম্পা ও তাঁর স্ত্রী সহ-চার জন। নিহত চার জনের মধ্যে উকোল ও তাঁর স্ত্রী ছাড়াও ছিল দেড় বছরের একটি বাচ্চা। এবং অন্য জন হলেন বছর পঁচিশের এক যুবক। শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চার জন।
সংবাদমাধ্যমকে এক বিবৃতিতে ম্যানিলার ওই বিমানবন্দরের জেনারেল ম্যানেজার অ্যাঙ্গেল হর্নরাডো জানিয়েছেন, প্রত্যেক দিনের মতোই চলছিল বিমানবন্দরের কাজ। কিন্তু বিপত্তিটা শুরু হয় উকোল তালুম্পার বিমানবন্দরে নামার পর। হঠাৎ করে মোটরবাইক নিয়ে এক দল সশস্ত্র আততায়ী ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। তখন দক্ষিণ ফিলিপিন্সের লাবাঙ্গনের মেয়র উকোল তালুম্পা ও তাঁর স্ত্রী তিন নম্বর টার্মিনাল দিয়ে বেরোচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের নিরাপত্তা রক্ষীরাও। বন্দুকবাজ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু কর। গুলি লাগার সঙ্গে সঙ্গে উকোল সহ বাকিদের বিমানবন্দরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে যে দেড় বছরের বাচ্চাটি ছিল সে মেয়র উকোলেরই কোনও এক পরিজন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফিলিপিন্সের পুলিশ।
উকোল তালুম্পা চলতি বছরের শুরুর দিকে ফিলিপিন্সের ভোটে জিতে লাবাঙ্গনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ২০১০ সালেও তালুম্পার উপর এক বার হামলার চেষ্টা চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা। সে বার অবশ্য উকোলের কোনও ক্ষতি হয়নি। তবে গুরুতর জখম হয়েছিলেন তাঁরই এক আত্মীয়। তখন উকোল তালুম্পা ফিলিপিন্সের ভাইস-মেয়র পদে কর্তব্যরত ছিলেন। |