বড়দিনে বৃষ্টির ভ্রুকুটি, চিন্তায় লন্ডন
যেন অষ্টমী পুজোয় ঝড়-বাদলার আশঙ্কা। সমস্ত আনন্দ মাটি হওয়ার জোগাড়!
কলকাতা লন্ডন হতে পারুক আর না-ই পারুক, লন্ডনের কপালে নাচছে এখন কলকাতার ভাগ্য। হাতে আর মাত্র পাঁচটা দিন। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ব্রিটেন। বড়দিনে বরফের চাদর গায়ে মুড়ি দিতে পারবে কি না রানির দেশ, সে নিয়ে দ্বিধায় আবহবিজ্ঞানীরা। বরং সারা বছরের মতো উৎসবের দিনগুলোও হয়তো কাটবে সেই স্যাঁতস্যাঁতে জল-হাওয়ায়, আশঙ্কা তাঁদের। কারণ পিছু ছাড়ছে না নিম্নচাপ-ঝড়বৃষ্টি। হাওয়া বইছে নব্বই মিটার প্রতি ঘণ্টা বেগে।
অতলান্তিক মহাসাগরে নিম্নচাপ বলয় তৈরি হওয়ায়, খারাপ আবহাওয়ার গেরোয় আটকে ব্রিটেন। বাঁধভাঙা বৃষ্টি, ঝড়, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে তাপমাত্রা কমলেও তুষারপাতে বাদ সাধছে দমকা হাওয়া। আবহবিদদের বক্তব্য, আগামী বেশ কয়েক দিন পরিস্থিতি এমনটাই থাকবে। টানা বৃষ্টিতে পারদ শূন্য ছুঁইছুঁই হলেও প্রচণ্ড হাওয়া তুষারপাতের পরিস্থিতি তৈরি করবে না।
আবহবিদ বেন উইন্ডসর বলেন, “আগামী কয়েক দিনের ভাগ্য দোলাচলে। বিশেষত উত্তর-পশ্চিম ব্রিটেনের অবস্থা খুবই খারাপ।” তারা এ-ও বলছেন, একেবারে বড়দিন কাটিয়ে হয়তো পরিষ্কার হবে ব্রিটেনের আকাশ। অর্থাৎ এ বছর অষ্টমী সন্ধ্যায় যে ভাবে কলকাতাকে ভাসিয়েছে নিম্নচাপ, লন্ডনের কপালেও নাচছে তা-ই।
এর মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে উত্তর-পশ্চিম ব্রিটেনের বেশ কিছু অঞ্চল। সেখানে প্রায় সাড়ে তিন হাজার বাড়ি, উত্তর আয়ার্ল্যান্ডে সাত হাজার বাড়ি আর দক্ষিণ ওয়েলসে প্রায় সাড়ে ন’শো বাড়িতে বিদ্যুৎ ছিল না গত কাল। আজ অবস্থা কিছুটা সামলেছে। কোথাও আবার রাস্তা ফুট তিনেক জলমগ্ন। ৫৯টি এলাকাকে বন্যার জন্য আগাম সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ আবহাওয়া দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.